ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় শ্রমিক-শিশুসহ নিহত ২, আহত ১০

প্রকাশিত: ২১:০৫, ২৮ ডিসেম্বর ২০১৭

নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় শ্রমিক-শিশুসহ নিহত ২, আহত ১০

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বড়ইতলায় রেকার-লেগুনা সংঘর্ষে এক শিশু সহ ২ জন নিহত হয়েছে। এঘটনায় থার্মেক্স গ্রুপের শ্রমিক-পথচারীসহ অন্তত ১০জন আহত হয়। সকাল পৌনে ৮টার দিকে মহাসড়কের বড়ইতলায় এ ঘটনা ঘটে। এসময় উত্তেজিত শ্রমিক ও জনতা প্রায় বেশকটি যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ভাংচুর ও পুলিশের একটি রেকারে অগ্নি সংযোগ করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রেকারটি মহাসড়ক দিয়ে ইটাখোলা থেকে নরসিংদীর দিকে যাচ্ছিলো।এসময় ঘনকুয়াশায় নিয়ন্ত্রন হারিয়ে থার্মেক্স গ্রুপের আদুরী এ্যাপারেল্সের গেইটে দাড়নো ইটাখোলাগামী লেগুনার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজতেমায় অংশ নিতে যাওয়া নরসিংদীর ভেলানগর মহল্লার রিপন মিয়ার ছেলে জিহাদ (১০) ও থার্মেক্স গ্রুপের আদুরি এ্যাপারেল্স স্যাম্পল বিভাগের শ্রমিক ইয়াসিন আরাফাত (২৮) নিহত হয়। এসময় মৌলভিবাজার যাওয়ার পথে বিটিভির গাড়ীতে হামলা করে অবরোধকারীরা। গাড়ীতে থাকা বিটিভির প্রোগ্রাম প্রডিউসার মামুন মাহমুদ ও ক্যামেরা পার্সন আব্দুল কাদের আহত হয় । শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনার পরে থার্মেক্স গ্রুপের শ্রমিক ও এলাকার বিক্ষুব্ধ জনতা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে । দীর্ঘ দুইঘন্টা অবরোধ থাকার পর থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা ও পুলিশের যৌথ সহায়তায় মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা।
×