ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রসিক নির্বাচন একটি ‘মডেল’ নির্বাচন ॥ সুজন

প্রকাশিত: ০০:১৯, ২৩ ডিসেম্বর ২০১৭

রসিক নির্বাচন একটি ‘মডেল’ নির্বাচন ॥  সুজন

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনকে মডেল নির্বাচন হিসেবেও উল্লেখ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। আগামী জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচন এমন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া উচিৎ বলে মনে করে ‘সুজন’। শনিবার দুপুরে রংপুর নগরীর সহিত্য পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সুজন’র পক্ষ থেকে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুজন’র রংপুর বিভাগের সমন্ময়কারী রাজেশ দে। উপস্থিত ছিলেন জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেন, মহানগর সভাপতি ফকরুল আনাম বেঞ্জু প্রমুখ। রসিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সকল ভোটার ও প্রার্থীকে সুজন’র পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে নির্বাচনে জয়ী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের করণীয় সম্পর্কে পাঁচ দফা প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবগুলো হলো, নির্বাচিত প্রতিনিধিরা সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠিান হিসেবে গড়ে তুলবেন, সিটি করপোরেশন পরিচালনায় পরাজিত প্রার্থীদের পরামর্শ গ্রহণ করবেন, শপথ গ্রহণের পরেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করবেন, নির্বাচিত প্রতিনিধিরা সব কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন। নবনির্বাচিত জনপ্রতিনিধিরা দলীয়করণ ও স্বজনপ্রীতি পরিহার করবেন এবং বছরে কমপক্ষে একবার কাজের জবাবদিহিতার জন্য জনগণের মুখোমুখি হবেন বলে আশা প্রকাশ করা হয়। বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা রসিক নির্বাচনকে ‘তামাশার নির্বাচন’ হিসেবে যে মন্তব্য করেছেন, সে ব্যাপারে সুজন প্রতিনিধিরা বলেন, এ রকম মন্তব্য দুঃখজনক। তিনি ভোট কারচুপির যে অভিযোগ করেছেন তার কোনও সত্যতা নেই।
×