ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আ.লীগ প্রার্থী ঝন্টুকে নির্বাচন কমিশনের শোকজ

প্রকাশিত: ০৩:৪৫, ১৮ ডিসেম্বর ২০১৭

আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আ.লীগ প্রার্থী ঝন্টুকে নির্বাচন কমিশনের শোকজ

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন, রংপুর আঞ্চলিক কার্যালয়। সহকারী নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম জানান, রবিবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে যুবলীগের প্রতিনিধি সভা করা হয়। সেখানে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুর সমর্থনে ব্যানার টাঙিয়ে নির্বাচনী প্রচার চালানো হয়। এটি নির্বাচন আচরণ বিধির ৭(খ) ধারার পরিপন্থি। এ অভিযোগ পাওয়ার পর রবিবার রাতেই মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে কারণ দশানোর নোটিশ দেয়া হয়। জাতীয় পার্টির মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বলেন, সরফুদ্দিন আহমেদ ঝন্টু একের পর এক আচরণবিধি লঙ্ঘন করে চলছেন । এর ফলে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে পারে। এ বিষয়ে সময় মতো যথাযথ পদক্ষেপ নিতে তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।
×