ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাল্যবিবাহ নিজেই ঠেকাল ছাত্র

প্রকাশিত: ০৬:৩৭, ১৪ ডিসেম্বর ২০১৭

বাল্যবিবাহ নিজেই ঠেকাল ছাত্র

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দশম শ্রেণীর ছাত্র নাহিদুল ইমলাম এবার বাড়ি হতে ইউএনও অফিসে পালিয়ে এসে নিজের বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছে। বুধবার এমন ঘটনাটি ডোমার উপজেলা শহরে চাঞ্চলের সৃষ্টি করেছে। নাহিদুল ইসলাম উপজেলার দক্ষিণ মটকপুর কাজিপাড়া গ্রামের বাবলু রহমানের ছেলে ও মটকপুর স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। ছাত্রটি জানায়, তার অভিভাবকরা তাকে না জানিয়ে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর সঙ্গে গোপনে বিয়ে ঠিক করে। পরিবারের সদস্যরা বুধবার রাতে বরযাত্রীর জন্য সব আয়োজন সম্পন্ন করে। আমি বিবাহের কুফল সম্পর্কে অবগত হওয়ায় পরিবারকে এ বিয়ে বন্ধ করতে অনুরোধ জানাই। কিন্তু তারা আমার কোন কথাই শুনতে নারাজ। আমি এত কম বয়সে বিয়ে করতে চাই না। পড়ালেখা করতে মানুষের মতো মানুষ হতে চাই। এজন্য সকালে আমি বাড়ি হতে চুপ করে পালিয়ে আসি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে। উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৩ ডিসেম্বর ॥ বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করেছে এক বখাটে। তার অবস্থা আশঙ্কাজনক। সে বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে পৌর এলাকার ছায়াবিথী মহল্লায় একটি আইসক্রিম ফ্যাক্টরির সামনে। জানা গেছে, ছায়াবিথী মহল্লার জনৈক টুকু হাওলাদারের মেয়ে আঁখি আক্তার (১৯) এর বিয়ে হয় বছর খানেক আগে। ওই এলাকার সজীব নামের এক বখাটে যুবক বেশ কিছুদিন ধরে আঁখিকে উত্ত্যক্ত করে আসছিল। আঁখি আক্তারের ভাই রুমান তার বোনকে বিরক্ত করতে সজীবকে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সজীর তার দলবল নিয়ে এসে রুমানের ওপর হামলা চালায়। এ সময় সজীব তার হাতে থাকা ছুরি দিয়ে রুমানের পেটে আঘাত করে। এতে রুমান সেখানেই লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। রুমানকে দ্রুত সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
×