ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস পালিত

প্রকাশিত: ০৪:০৫, ১২ ডিসেম্বর ২০১৭

সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরনের এক গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট মঙ্গলবার সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস পালন করেছে। বিশ্বব্যাপী একযোগে ‘ সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতকরনে জেগে উঠুন ’ শ্লোগানকে সামনে রেখে এই দিবসটি চতুর্থবারের মত পালিত হয়। দিবসটি উপলক্ষে গৃহিত কর্মসূচীসমূহের অংশ হিসাবে মঙ্গলবার বেলা ১২টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে টি.এস.সি চত্তর হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা । র্যালি ও আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়েল স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী এবং বেশ কয়েকটি সহযোগি সংগঠনের তরুণদল অংশগ্রহন করেন। আলোচনায় স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেন, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিকরনে যাত্রায় যুব সমাজের ব্যাপক সম্পৃক্ততা প্রয়োজন। সহকারী অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল এবং কর্মসূচীর আহবায়ক, সহকারী অধ্যাপক তাসলিমা রহমান দিবসের প্রতিপাদ্য ও এর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক অংশগ্রহন ছাড়া সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়নের পথে সফল যাত্রা সম্ভব নয়। সেই প্রেক্ষাপটে আজ স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট তার একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এই ধরনের কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করেছে। আমরা বা আমাদের কোন প্রিয়জন অসুস্থ হয়ে গেলে তাকে নিয়ে ডাক্তারের কাছে বা হাসপাতালে নিয়ে যাই। ফলশ্রুতিতে আমরা অনেক সময়ই গুনগত স্বাস্থ্য সেবা পাই না বা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হই। কিন্তু যদি আমরা সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে চাই, যেখানে সঠিক সময়ে গুনগুত চিকিৎসা সেবা নিশ্চিত হবে, তাহলে আমাদেরকে সুস্থ অবস্থা থেকেই স্বাস্থ্য সুরক্ষার কৌশলগুলি সম্পর্কে সচেতন হতে হবে এবং সে লক্ষ্যে কাজ করতে হবে। তবেই সবার সমন্বিত প্রচেষ্টায় একদিন জাতি, বর্ণ, নির্বিশেষে আমরা সবাই সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বলয় দ্বারা বেষ্টিত থাকতে পারবো বলে যে স্বপ্ন আমরা দেখছি তা আমাদের হাতে পরম মমতায় ধরা দিবে বলে বিশ্বাস করি।
×