ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ যানজট

প্রকাশিত: ২০:৫২, ১২ ডিসেম্বর ২০১৭

ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ যানজট

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ ঘট কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুর উপজেলার কুরনী এলাকা পর্যন্ত যানজট রয়েছে বলে ট্রাফিক পুলিশের টিআই মো. সেলিম হোসেন জানিয়েছেন। সোমবার রাতে ঘন কুয়াশার কারণে চালকেরা ধীর গতিতে যান চালাতে থাকে। অপরদিকে মহাসড়ক চার লেন উন্নিত করণ কাজ চলার কারণে বিভিন্ন স্থানে খানা খন্দক থাকায় যানজটের সৃষ্টি হয়। আজ মঙ্গলবার সকাল দশটার পর থেকে মহাসড়কের টাঙ্গাইলের দিকে ধীর গতিতে যান চলাচল করলেও ঢাকার দিকে থেমে থাকতে হয়। বেলা বারটার পর ঢাকার দিকে থেমে থেমে যান চরাচল শুরু হয়। এতে যাত্রী, যানবাহনের স্টাফ ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুপুর একটার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কের চন্দ্রা থেকে কুরনী এলাকা পর্যন্ত ঢাকার দিকে যান থেমে রয়েছে বলে জানা গেছে। মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী মো. ফরিদ হোসেন জানান, সকাল দশটার পর থেকেই ঢাকার দিকে যানজট রয়েছে। তবে টাঙ্গাইলের দিকে ধীর গতিতে যান চলাচল করলেও ঢাকার দিকে মাঝে মধ্যে যান চলাচল করছে। মির্জাপুর বাইপাস স্টেশনে কর্তব্যরত টিআই মো. ইত্তেখার বলেন, একদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেন উন্নিত করণ কাজ চলছে। অপরদিকে সোমবার রাতে ঘন কুয়াশা পড়ায় যানবাহনের চালেকেরা ধীর গতিতে যান চালাতে থাকে। এ কারণে যানজটের সৃস্টি হয়। টাঙ্গাইলের দিকে ধীর গতিতে যান চললেও ঢাকার দিকে থেমে থেমে চলছে বলে তিনি উল্লেখ করেন।
×