ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে কর্মকর্তারা মাঠে

দ্বিগুণ দামে বোরো বীজ বিক্রির খবরে তোলপাড়

প্রকাশিত: ০৬:০৪, ১২ ডিসেম্বর ২০১৭

দ্বিগুণ দামে বোরো বীজ বিক্রির খবরে তোলপাড়

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দৈনিক জনকণ্ঠের ৯ ডিসেম্বর নীলফামারীতে বোরো ধানবীজ সঙ্কট ॥ দ্বিগুণ দাম শিরোনামে প্রকাশিত খবর নিয়ে কৃষি অধিদফতরে তোলপাড় সৃষ্টি করেছে। জনকণ্ঠের রিপোর্টটি কৃষি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচরের নীলফামারীর কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠে নেমে পড়েছে। কিছু কৃষি কর্মকর্তারা কৃষকদের কাছ হতে সাদা কাগজে বোরো বীজের দাম কম আছে এমন কথা জোরপূর্বক লিখে নেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায় সোমবার সকাল ১০টার দিকে জেলা জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা (ব্লক সুপারভাইজার) আনছারুল হক ও উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হান্নান তিনবট এলাকার উত্তর ধর্র্মপাল গ্রামে যায়, সেখানে তাদের সামনে কৃষকদের কাছে তিনবট বাজারের বোরো বীজ বিক্রিতা রায়হান হাইব্রিড জাতের ইস্পাহানী-২ ও হিরা-২ নামের বোরোবীজ কেজি প্রতি সাড়ে ৬শ’ টাকা চেয়ে বসে। অথচ কেজি প্রতি প্যাকেটের গায়ে লিখা রয়েছে তিনশ’ টাকা। বীজ বিক্রেতা রায়হান তার চাওয়া মূল্যে অটল থাকায় কৃষকরা সেখানে বীজ ক্রয় করতে ব্যর্থ হয়। এরপর ধর্মপাল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনছারুল হক কৃষকদের পাঠিয়ে দেন পার্শ্ববর্তী ডোমার উপজেলার বোড়াগাড়ী বাজারের বদরুজ্জামানের মেডেল মাস্টার বীজভান্ডারে। ওই গ্রামের কৃষক গোলাম মোস্তফা জানান, ওই কৃষকদের বোড়াগাড়ী বাজারে বীজ আনতে পাঠিয়ে দিয়ে উক্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনছারুল হক তার কাছে ৩৬০ দরে বীজ ক্রয় করেছে এমন মুচলেকা সাদা কাগজে লিখে নেন। ওই কৃষক জানায় আমরা বীজ ক্রয় করছি দ্বিগুণ দামে অথচ তিনি লিখে নিলেন কম দামে। এ কেমন কথা। আমাদের দুই দিকে জিম্মি করে রাখা হচ্ছে। ওইদিকে বোড়াগাড়ী বাজারে কম মূল্যে বীজ পেতে কৃষক মোমিনুর ও বেলালসহ ১০/১৫ জন কৃষক ছুটে যায়। সেখানে হিরা-২ জাতের বোরোবীজ ৫০০ টাকা কেজি দরের নিচে বিক্রি করতে অপরাগতা প্রকাশ করে বীজ বিক্রেতা। ফলে তারা সেখান হতে ফিরে আসে। কৃষকরা জানায় এ বিষয়ে তারা বীজ না পাওয়া এবং বীজের ব্যবস্থা করে নেয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা আনছারুল হক কে মোবাইল করলে তিনি ব্যস্ত আছেন বলে জানিয়ে কৃষককের মোবাইলের লাইন কেটে দেন। অপরদিকে ডোমার উপজেলার কৃষি কর্মকর্তা জাফর ইকবাল জানান আমি কৃষকদের বলে দিয়েছি বোরো বীজের প্যাকেটে যে মূল্য দেয়া রয়েছে সেই দামের বেশি যেন তারা না দেয়। তিনি বোড়াগাড়ী বাজারে ওই বীজ বিক্রেতার দোকানে গিয়ে তাকে নির্ধারিত দামে বীজ বিক্রির জন্য নির্দেশ দেন। এরপর বেশি দাম নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
×