ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেরোবি ভর্তি পরীক্ষার ফলাফলে বিপর্যয়

প্রকাশিত: ০১:২২, ৫ ডিসেম্বর ২০১৭

বেরোবি ভর্তি পরীক্ষার ফলাফলে বিপর্যয়

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় দু’টি ইউনিটের ফলাফলে বিপর্যয় ঘটেছে । বিভাগগুলোতে যতগুলো আসন আছে ততজন ভর্তি পরীক্ষার্থী পাশ না করায় পাশ মার্কস কমিয়ে ভর্তি করানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৃহস্পতিবার ফলাফল প্রকাশিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ছয়টি ইউনিটের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত “বি” ইউনিটের তৃতীয় শিফটের প্রায় ৯৩ টি আসনের বিপরীতে প্রায় সমান সংখ্যক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও বিজনেস অনুষদভুক্ত “সি” ইউনিটের ২৪৫ টি আসনের বিপরীতে তার চেয়ে কম সংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ কারণে ভর্তি পরীক্ষার পাশ মার্কস ৩৫ থেকে কমিয়ে ২৮ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইবরাহীম কবীর। তিনি বলেন, ফলাফল বিপর্যয়ের কারণে এই ইউনিটগুলোতে পাশ মার্কস কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক বলেন, এবছর ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কস রাখা ও প্রশ্নপত্র তুলনামূলক কঠিন হওয়ার কারণে ফলাফলে বিপর্যয় হয়ে থাকতে পারে। উল্লেখ্য, গত ২৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
×