ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ২

প্রকাশিত: ০১:২৯, ৪ ডিসেম্বর ২০১৭

সীতাকুন্ডে সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ২

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের সীতাকুন্ডে সড়ক দূর্ঘটনায় ২ সব্জি ব্যবসায়ী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দুইজন। সোমবার ভোরে উপজেলার সোনাইছড়ির ইউনিয়নের শীতলপুর এলাকায় আবুল খায়ের স্টীল মিলের প্রবেশ পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো কুমিল্লা জেলার বরড়া থানার শাহাপুর গ্রামের মৃত ইজ্জত আলীর পুত্র আব্দুর রব (৫২), একই জেলার চান্দিনা থানার তেওনাইল গ্রামের আব্দুর হালিম এর পুত্র সিদ্দিকুর রহমান (৪৫)। তারা দুইজন কুমিল্লা চান্দিনা থেকে ট্রাকে করে চট্টগ্রামে সবজি নিয়ে আসছিল। সীতাকুন্ডের কুমিরা ফায়ার সার্ভিস ও বার আউলিয়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ভোরে চট্টগ্রামমুখী একটি ট্রাক (চট্টমেট্টো ট- ১১-০৮১৭) সবজি বোঝায় কুমিল্লা চান্দিনা থেকে চট্টগ্রাম আসার পথে উপজেলার শীতলপুর এলাকায় আবুল খায়ের স্টীল মিলে প্রবেশ মুখে অতিক্রমকালে একইমুখী একটি দাড়াঁনো ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়। এতে উক্ত ট্রাকের ড্রাইভার, হেলপারও গুরুত্বর আহত হয়। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সীতাকুন্ড কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আবদুল্লাহ হারুন পাশা জানান, ‘ভোর রাতে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গাড়িতে আটকে থাকাবস্থায় দুইটি লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’ সীতাকুন্ডে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন,‘খবর পেয়ে আমরা ভোরে দূর্ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। ট্রাকটি আটক করেছি।’
×