ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বেসরকারী ভার্সিটির র‌্যাংকিং নিয়ে প্রশ্ন তুলেছে এনএসইউ

প্রকাশিত: ০৬:২১, ২০ নভেম্বর ২০১৭

বেসরকারী ভার্সিটির র‌্যাংকিং নিয়ে প্রশ্ন তুলেছে এনএসইউ

স্টাফ রিপোর্টারা ॥ বেসরকারী বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং নিয়ে সম্প্রতি প্রকাশিত একটি জরিপ নিয়ে প্রশ্ন তুলেছে নামী প্রতিষ্ঠান নর্থসাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। তবে বেসরকারী একটি প্রতিষ্ঠানের ওই জরিপে প্রথম স্থানে অবস্থানকারী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি। রবিবার দুপুরে এনএসইউ সিন্ডিকেট হলে জরিপের বিভিন্ন দিক তুলে ধরেন এনএসইউ কর্তৃপক্ষ। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্টাডিজ বিভাগের পরিচালক অধ্যাপক শরীফ নুরল আহকাম ও উপ-পরিচালক বেলাল আহমেদ। উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, ওআরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেড নামে জরিপ প্রতিষ্ঠানটি যে র‌্যাংকিং দিয়েছে তা যথাযথভাবে তৈরি করা হয়নি। সেখানে কিছু জায়গায় বৈষম্য হয়েছে। তবে বাংলাদেশে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ের প্রক্রিয়াকে স্বাগত জানাই। র‌্যাংকিংয়ে প্রথম অবস্থানে রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। এ জরিপে তাদের ওপর আমাদের কোন অভিযোগ নেই জানিয়ে তিনি আরও বলেন, আমাদের সঙ্গে ব্র্যাকের বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা রয়েছে। এ জরিপে তাদের বা আমাদের কোন হাত নেই। তবে যেভাবে র‌্যাংকিং দেয়া হয়েছে, তা মেনে নেয়া যায় না। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের র‌্যাংকিং হয়। এটি নিয়ে তোলপাড়ের কোন কারণ নেই। এর আগে দেশের ৮৩টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন প্রক্রিয়ায় বাছাই করে ৩২টি নেয়া হয়। এরমধ্য থেকেই গবেষণার মাধ্যমে সেরা ২০টি বেসরকারী বিশ্ববিদ্যালয় নির্ধারণ করা হয়। যাতে প্রথম স্থান লাভ করে ব্র্যাক ইউনিভার্সিটি, দ্বিতীয় নর্থসাউথ ইউনিভার্সিটি ও তৃতীয় হয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। ইউজিসিতে নাগরিক সেবায় উদ্ভাবন নিয়ে আলোচনা: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, নাগরিক সেবায় উদ্ভাবনী চিন্তাভাবনা শুদ্ধাচার কৌশলেরই একটি অংশ। প্রতিষ্ঠানের কর্মকা-কে স্বচ্ছ, গতিশীল ও সহজিকরণের জন্য নাগরিক সেবায় উদ্ভাবন বর্তমান সময়ে খুবই প্রয়োজন। তিনি ইউজিসির কর্মকা-কে আন্তরিকতা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তা দিয়ে সহজতর উপায়ে শেষ করার জন্য কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান। বলেন, নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য নিয়ামানুবর্তিতা, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও শুদ্ধাচার অপরিহার্য। নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউজিসি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ইউজিসি অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
×