ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবিধান সমুন্নত রাখুন ॥ আফ্রিকান ইউনিয়নের আহ্বান

দেশে ফিরলেন জিম্বাবুইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৬:২৪, ১৮ নভেম্বর ২০১৭

দেশে ফিরলেন জিম্বাবুইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট

জিম্বাবুইয়ে সেনাবাহিনী নিয়ন্ত্রণ গ্রহণের পর পদচ্যুত ভাইস প্রেসিডেন্ট ইমারসন নানগাওয়া স্বেচ্ছা নির্বাসন থেকে ফিরে এসেছেন বলে তার এক জ্যেষ্ঠ সহকারী শুক্রবার জানিয়েছেন। গত সপ্তাহে প্রেসিডেন্ট মুগাবে তাকে বরখাস্ত করলে তিনি প্রাণহানির আশঙ্কায় দক্ষিণ আফ্রিকায় আশ্রয় নেন। খবর এএফপি ও বিবিসি অনলাইনের। নাম প্রকাশে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ সহকারী বলেন, তিনি ফিরে এসেছেন। মুগাবের সম্ভাব্য উত্তরসূরি এক সপ্তাহ পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় মুগাবে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। বিভিন্ন সূত্র জানায়, নিজের বেরিয়ে আসা নিয়ে আলোচনা চালিয়ে যেতে মুগাবে সময়ক্ষেপণ করতে চাচ্ছেন। সেনাবাহিনী মুগাবে গৃহবন্দী, সম্প্রচার কেন্দ্রগুলোর দখল ও প্রধান সড়কগুলো সাঁজোয়াযান দিয়ে বন্ধ করে রাখার পর রাজধানী হারারেতে এ আলোচনা অনুষ্ঠিত হয়। দেশটির সেনাবাহিনীর প্রধান শুক্রবার এক বিবৃতিতে বলেন, তিনি মুগাবে সরকারের কিছু অপরাধীকে আটক করেছেন। এদিকে সামরিক বাহিনীর কর্তৃত্ব গ্রহণ ও প্রেসিডেন্টে রবার্ট মুগাবেকে আটক করার বিষয়টিকে অভ্যুত্থান মনে হচ্ছে বলে মন্তব্য করেছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। এইউ অবিলম্বে জিম্বাবুইয়েকে সাংবিধানিক ধারায় ফিরিয়ে নেয়ার দাবি করেছে বলে জানিয়েছেন ইউনিয়নটির প্রধান আলফা কোন্ড। তবে অভ্যুত্থান করার কথা অস্বীকার করেছে জিম্বাবুইয়ের সামরিক বাহিনী। তারা বলছে, প্রেসিডেন্ট মুগাবে নিরাপদ আছেন এবং সামরিক বাহিনী তার চারদিক ঘিরে থাকা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। মুগারের উত্তরসূরি কে হবেন এ নিয়ে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হলে সামরিক বাহিনী দেশটির কর্তৃত্ব গ্রহণ করে। এতদিন ন্যানগাওয়াকে প্রেসিডেন্ট মুগাবের উত্তরসূরি ভাবা হলেও সম্প্রতি তার জায়গায় ফার্স্ট লেডি গ্রেস মুগাবের নাম সামনে চলে আসে। কিন্তু এ দ্বন্দ্বে তাদের উপেক্ষা করা হচ্ছে বলে অনুভব করেন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। ১৯৮০ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে জিম্বাবুইয়ের রাজনৈতিক দৃশ্যপট নিয়ন্ত্রণ করে আসছেন মুগাবে, বর্তমানে তার বয়স ৯৩ বছর। জিম্বাবুইয়েতে যা কিছু ঘটেছে তার প্রতিক্রিয়ায় কোন্ড (যিনি গিনিরও প্রেসিডেন্ট) বলেছেন, জিম্বাবুইয়ের সৈন্যরা স্পষ্টতই ক্ষমতা গ্রহণের উদ্যোগ নিয়েছিল। এক বিবৃতিতে তিনি বলেন, এইউ এ পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং দেশটির বৈধ প্রতিষ্ঠানগুলোর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে। ২০১৩ সালের সামরিক অভ্যুত্থানের পর মিসরকে এইউ থেকে বের করে দেয়া হয়, হয়ত ওই পরিণতি এড়াতেই জিম্বাবুইয়ের সামরিক বাহিনী তাদের পদক্ষেপকে অভ্যুত্থান বলতে চাইছে না।
×