ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৩:২৩, ১০ নভেম্বর ২০১৭

নীলফামারীতে নারীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রূপনা আক্তার দুলালী (৩০) নামে সরকারী চাকুরীজীবী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১১টায় জেলা পৌর শহরের ডাকবাংলা নীল প্রতিভা পাড়া মহল্লার নিজবাস ভবনের বাথরুমের ভেতর গলায় ওড়না দিয়ে ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য জেলার মর্গে প্রেরন করে পুলিশ। রূপনা আক্তার দুলালী নীলফামারী সদর উপজেলা পঞ্চপুকুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা অফিসের সহকারী কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। তার স্বামী নীলফামারী শহরের ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের গণিত বিষয়ের শিক্ষক জাহিদুল ইসলাম। তাদের সংসারে জিসান(১০) ও রাফি (১) বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। রুপনা পঞ্চপুকুর ইউনিয়নের হাজীপাড়া জামতলা গ্রামের হাজী মোখলেছুর রহমান মাস্টারের মেয়ে। এ দিকে স্ত্রীর আতœহত্যার ঘটনার পর স্বামী জাহিদুল ইসলাম তার বড় ছেলে জিসান সহ নিখোঁজ রয়েছে। তার ব্যাক্তিগত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। বেলা তিনটা পর্যন্ত তার ও তার বড় ছেলের কোন সন্ধ্যান মেলেনি। নীলফামারী সদর থানার ওসি বাবুল আকতার জানান, মরদেহের সুরতহালে প্রাথমিক ভাবে এটি আতœহত্যা বলেই ধারনা করা হচ্ছে। এরপরেও ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে পরিস্কার বোঝা যাবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ে করা হয়েছে।
×