ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তাড়াইলে নকলে সহায়তার দায়ে শিক্ষকের কারাদন্ড

প্রকাশিত: ২৩:৩৮, ৯ নভেম্বর ২০১৭

তাড়াইলে নকলে সহায়তার দায়ে শিক্ষকের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার তাড়াইলে জেএসসি পরীক্ষায় নকলে সহায়তার দায়ে মোঃ মাসুম মিয়া (৩৮) নামের এক শিক্ষককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডিত শিক্ষক তাড়াইল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বৃহস্পতিবার দুপুরে ইউএনও সুলতানা আক্তার উপরোক্ত দন্ডাদেশ দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে তাড়াইল পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান বিষয়ের জেএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের শিক্ষক মাসুম মিয়া স্টাফরুমে মোবাইল ফোনে প্রশ্নের ছবি তুলে ছাত্রছাত্রীদের সরবরাহ করার জন্য বই হতে সমাধান তৈরি করছিলেন। এ সময় তিনি হাতেনাতে ধরা পড়েন। পরে ইউএনও সুলতানা আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাবলিক পরীক্ষাসমুহ অপরাধ আইন অনুযায়ী তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার সুলতানা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
×