ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

গর্ভে সন্তান রেখে সেলাই ॥ পরবর্তী শুনানি ১৬ নবেম্বর

প্রকাশিত: ০০:৫২, ৭ নভেম্বর ২০১৭

গর্ভে সন্তান  রেখে সেলাই ॥ পরবর্তী শুনানি ১৬ নবেম্বর

স্টাফ রিপোর্টার॥ জমজ সন্তানের একটি বের করার পর আরেকটিকে ভেতরে রেখেই নারীর পেট সেলাই করে দেওয়ার ঘটনায় পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ নবেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। এই ঘটনায় কুমিল্লার সিভিল সার্জনকে ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দিয়েছেন আদালত। একইসঙ্গে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন আগামী ১৫ অক্টোবরের মধ্যে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে জমা দেওয়ার আদেশ বলা হয়েছে।মঙ্গলবার ) পূর্বনির্ধারিত আদেশ অনুযায়ী বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়। এসময় আদালতে ওই ঘটনার ব্যাখা দিতে হাজির হন ওই অপারেশনে অংশ নেওয়া কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক শেখ হোসনে আরা বেগম, ডায়াগনস্টিক সেন্টারটির মালিক মজিবুর রহমান ও কুমিল্লার সিভিল সার্জন ডা. মুজিবুর রাহমান।
×