ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ের নাসরিন হত্যায় আসামীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০০:০১, ২৪ অক্টোবর ২০১৭

ঠাকুরগাঁওয়ের নাসরিন হত্যায় আসামীদের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্রী নব বিবাহিত নাসরিন আক্তার (২১) কে যৌতুকের কারণে হত্যার প্রতিবাদে ও সকল আসামীদের দ্রুত গ্রেফতারসহ কঠোর শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চাড়োল ইউনিয়বাসীর আয়োজনে ওই এলাকার শত শত শিশু ও নারী-পুরুষ ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় গিয়ে এ কর্মসূচী পালন করে। এসময় শহরের বিভিন্ন নারী উন্নয়ন সংস্থার নেতাকর্মী এবং ঠাকুরগাঁও সরকারি কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করে সকল দাবীতে একাত্মতা প্রকাশ করেন। একর্মসূচী চলাকালে মৃত নাসরিনের মা-বাবা ও তাঁর আত্মীয়স্বজন অনেকেই নাসরিনের ছবি জড়িয়ে ধরে অঝোরধারায় কান্নাকাটি করলে সেখানে আবেগঘন পরিবেশ তৈরী হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মৃত নাসরিনের বাবা নাজিম উদ্দিন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এড. মোস্তাক আলম টুলু, জেলা মহিলালীগের সভাপতি, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগরওয়ালা, জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক, জেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি মনোয়ারা বেগম চৌধুরী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুচরিতা দেব, সমাজসেবী এম, এস নূর বানু আক্তার প্রমূখ।
×