ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশিত: ২২:৫৫, ২৪ অক্টোবর ২০১৭

নীলফামারীতে কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সারা দেশের ন্যায় নীলফামারী জেলা সদর সহ জেলার ছয়টি উপজেলায় এই প্রথম কমিউনিটি পুলিশিং ডে পালন করা হবে আগামী ২৮শে অক্টোবর শনিবার। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশিং কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার জাকির হোসেন খান এতে সভাপতিত্ব করেন। সভায় জানানো হয় প্রতি বছর অক্টোবর মাসের শেষ সপ্তাহের শনিবার কমিউনিটি পুলিশিং ডে পালন করা হবে। সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদস্য সচিব প্রকৌঃ এসএম সফিকুল আলম ডাবলু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি শাহজাহান আলী ,ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রহমান ডালু, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য হাফিজুর রশিদ মঞ্জু, সিনিয়র সাংবাদিক তাহমিন হক ববী, সদর থানার ওসি বাবুল আকতার, সদর থানার ওসি (অপরাশেন) এরশাদ আলম প্রমুখ। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ২৮ অক্টোবর সারাদেশের ন্যায় নীলফামারী জেলাতেও দিনব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হবে। কর্মসূচীর মধ্যে রয়েছে জনসচেতনতামূলক বর্ণাঢ্য র্যা লী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান,স্বেচ্ছায় রক্তদান । এ ছাড়া এ জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশের কর্মকান্ড বেগমানে নিয়োজিত থাকায় ১২ জনকে ক্রেষ্ট প্রদান করার সদ্ধিান্ত গৃহিত হয় ।
×