ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জয়ন্তী নদী নাব্যতা সংকট ॥ তুলে নেয়া হয়েছে ফেরী

প্রকাশিত: ০০:৩৮, ২০ অক্টোবর ২০১৭

জয়ন্তী নদী নাব্যতা সংকট ॥ তুলে নেয়া হয়েছে ফেরী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নদী ড্রেজিংয়ের নামে ব্যাপক অনিয়ম ও লুটপাটের কারণে একমাত্র নাব্যতা সংকটের অজুহাতে মাত্র দুই বছরের ব্যবধানে গত তিনদিন পূর্বে জেলার মুলাদী উপজেলার মেঘনা ও জয়ন্তী নদীর মোহনার মৃধারহাট-আবুপুর রুটের “চন্দ্রমল্লিকা” নামের কাঙ্খিত স্বপ্নের সেই ফেরীটি তুলে নিয়েছে বিআইডব্লিউটিসি। সূত্রমতে, ফেরীটি উদ্বোধণের পর মাত্র সাড়ে তিন ঘন্টায় মুলাদী থেকে কাওরাকান্দি হয়ে সড়কপথে ঢাকায় যাতায়াত করা যেতো। বর্তমানে নদীর নাব্যতা সংকটের কারণে ফেরী সার্ভিস তুলে নেয়ায় ফের অন্ধকারে ঢাকা পরেছে দক্ষিণাঞ্চলের অবহেলিত জনপথ মুলাদী উপজেলা। সূত্রে আরও জানা গেছে, ফেরীটি উদ্বোধনের পূর্বে নদী ড্রেজিংয়ের নামে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত কয়েক লাখ টাকা নামেমাত্র কাজ করে হাতিয়ে নিয়েছেন স্থানীয় প্রভাবশালী একব্যক্তি। ওইসময় ড্রেজিংয়ের নামে হরিলুটের প্রতিবাদ করায় জনৈক প্রকৌশলী আজহারুল ইসলাম সরদারের রোষানলে মিথ্যে মামলার আসামি হয়ে দীর্ঘদিন আদালতের বারান্দায় ঘুরে বেড়িয়েছেন মুলাদীর ষোলঘর ও উত্তর গাছুয়া গ্রামের নিরিহ গ্রামবাসী। ভূক্তভোগী শাহেআলম দফতরি, সামচুল হক বেপারীসহ গ্রামের অধিকাংশ বাসিন্দারা জানান, চরকালেখা গ্রামের জনৈক প্রকৌশলী আজহারুল ইসলাম সরদার কৌশলে নৌ-পরিবহনমন্ত্রীকে ভুল বুঝিয়ে আবুপুর থেকে মৃধারহাট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে ফেরিঘাট নির্মাণের জন্য নদী ড্রেজিংয়ের নামে মোটা অংকের টাকা বরাদ্দ করিয়ে নামেমাত্র কাজ করে পুরো অর্থ হাতিয়ে নেয়। ওইসময় তার (প্রকৌশলী) অনিয়মের প্রতিবাদ করায় চরকালেখা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও উত্তর গাছুয়া গ্রামের বাসিন্দা নুরুল হক খান, সমাজ সেবক আমির হোসেন সরদার, প্রধানশিক্ষক মোশারফ হোসেন সরদার, শিক্ষক দেলোয়ার হোসেন খান, দীন ইসলাম সরদার, নুরুউদ্দিন সরদারসহ একাধিক গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হয়। প্রকৌশলীর রোষানলে ওই মামলায় নিরিহ গ্রামবাসী দীর্ঘ দুইবছর আদালতের বারান্দায় ঘুরে অবশেষে মামলা থেকে অব্যাহতি পায়। সূত্রে আরও জানা গেছে, ২০১৫ সালের ১৭ অক্টোবর মুলাদী থেকে ভায়া কাওরাকান্দি হয়ে ঢাকা পর্যন্ত সড়কের মৃধারহাট-আবুপুর ফেরীটি উদ্বোধণ করেন নৌপরিবহন মন্ত্রী মোঃ শাহজাহান খান এমপি। ‘চন্দ্রমল্লিকা’ নামের ওই ফেরীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি। ভূক্তভোগী গ্রামবাসী আরও জানান, নদী ড্রেজিংয়ের নামে ব্যাপক লুটপাটের ফলে মাত্র দুই বছরের ব্যবধানে একমাত্র নদীর নাব্যতা সংকটের অজুহাতে মৃধারহাট-আবুপুর রুটের “চন্দ্রমল্লিকা” নামের কাঙ্খিত স্বপ্নের সেই ফেরীটি তুলে নিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
×