ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নান্দনিক নগর গড়তে প্রচেষ্টা অব্যাহত রয়েছে ॥ আমু

প্রকাশিত: ০৮:২৩, ২০ অক্টোবর ২০১৭

নান্দনিক নগর গড়তে প্রচেষ্টা অব্যাহত রয়েছে ॥ আমু

স্টাফ রিপোর্টার ॥ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকার আধুনিক নগর গড়তে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। নান্দনিক বা স্মার্ট নগর গড়তে নগর কর্তৃপক্ষের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ও কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন নগর হতে চামড়া শিল্প, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, লাইট ইঞ্জিনিয়ারিং কারখানা নগর এলাকা থেকে সরিয়ে নেয়া হচ্ছে। আধুনিক ও মানসম্পন্ন নগর গড়তে শিল্প মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান হিসেবে বিএসটিআইও ভূমিকা রাখছে। বৃহস্পতিবার সকালে বিএসটিআই অডিটরিয়ায়ে বিশ্ব মান দিবস-’১৭ উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আয়োজিত ‘নান্দনিক নগরায়নে মান’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন ও এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন)। বিএসটিআইয়ের মহাপরিচালক সাইফুল হাসিবের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই পরিচালক (মান) আনম আসাদুজ্জামান। শিল্পমন্ত্রী বলেন, নান্দনিক নগর গড়তে প্রতি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ডিএসসি মেয়র সাঈদ খোকন বলেন, ঢাকা শহরে বহু মৌলিক সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে আমাদের মনোজগতের পরিবর্তন আনতে হবে। স্মার্টভাবে সবকিছু চিন্তা করতে হবে। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩৬ হাজার এলইডি লাইট স্থাপন করা হয়েছে, যেগুলো মোবাইলের মাধ্যমে চালু, বন্ধ ও নিয়ন্ত্রণ করা যায়। তিনি আরও বলেন, যখন মেয়রের দায়িত্ব নিই তখন ৮৫ শতাংশ রাস্তা ছিল ভাঙাচোরা। এসব রাস্তার সংস্কার করা হয়েছে। তবে সাম্প্রতিক বর্ষায় এসব রাস্তার অনেকগুলোই ফের ভেঙ্গে গেছে। নষ্ট হয়েছে। অচিরেই এগুলো সংস্কার করা হবে। এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন) বলেন, ব্যবসার প্রসারে আন্তর্জাতিক মান অনুসরণ করার কোন বিকল্প নেই। ব্যবসা-বাণিজ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিনিয়োগকারী এবং আমদানিকারকদের কাছে বাংলাদেশ এখন অনেক নিরাপদ স্থান হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
×