ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে সুচিকে টেলিফোন

প্রকাশিত: ০১:৩২, ১৯ অক্টোবর ২০১৭

রোহিঙ্গা সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ  নিতে সুচিকে টেলিফোন

কূটনৈতিক রিপোর্টার ॥ মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচিকে রোহিঙ্গা সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ( ইইউ)। মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ইউরোপে আমন্ত্রণে নিষেধাজ্ঞা আরোপের দুই দিনের মাথায় সুচিকে টেলিফোন করে এই আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার সংস্থাটির বহির্বিভাগ কার্যক্রম বিষয়ক ওয়েবসাইটে দেয়া প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে। এতে বলা হয়, বুধবার রাতে মিয়ানমারের নেত্রী সুচিকে টেলিফোনে সহিংসতা বন্ধ, রাখাইনে ত্রাণকর্মীদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিতকরণ আর বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের তাগিদ দিয়েছেন ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি। এর আগে গত ১৬ অক্টোবর ফেডেরিকা মোগেরিনির সভাপতিত্বে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাংসহ দেশটির সিনিয়র সামরিক কর্মকর্তাদের ওপর আমন্ত্রণ নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ। ওইদিন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে গৃহীত এ সংক্রান্ত এক প্রস্তাবে বলা হয়, মিয়ানমারের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা তারা পুনর্মূল্যায়ন করবে। অভ্যন্তরীণ দমননীতিতে ব্যবহারযোগ্য কোনও অস্ত্র মিয়ানমারের কাছে বিক্রি না করার বিষয়েও ব্যবস্থা নিয়েছে ইইউ। এতেও পরিস্থিতির উন্নতি না হলে ইউরোপীয় কাউন্সিল বাড়তি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়। আগামী মাসে মিয়ানমারে অনুষ্ঠেয় আসেম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের পাশে রোহিঙ্গা বিষয়ে গঠনমূলক আলোচনার ওপর জোর দিয়ে বলা হয় ইউরোপীয় ইউনিয়ন এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখবে। এছাড়া আসিয়ান জোটভুক্ত ১০টি দেশের মধ্যে যারা ইউরোপীয় ইউনিয়নের অংশীদার তাদেরও এ বিষয়ে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয় প্রস্তাবে। সুচির সঙ্গে ফোনালাপেও আসিয়ান সম্মেলনের প্রসঙ্গে কথা বলেন মোগেরিনি।
×