ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লালপুরে মা ইলিশ ও জাটকা প্রকাশ্যে বিক্রি হচ্ছে

প্রকাশিত: ২৩:৫৫, ১৮ অক্টোবর ২০১৭

 লালপুরে মা ইলিশ ও জাটকা প্রকাশ্যে বিক্রি হচ্ছে

সংবাদদাতা, লালপুর ॥ সরকারী নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে নাটোরে লালপুর স্থানীয় ও পুলিশ প্রশাসনের নাকের ডগাই পদ্মা নদীর বুকে জেলেরা মা ইলিশ ও জাটকা মাছ ধরার মহা উৎসব শুরু করেছে। প্রতিদিন কারেন্ট জাল সহ বিভিন্ন প্রকারের জাল দিয়ে ঝাঁকে, ঝাঁকে মা ইলিশ ও জাটকা ধরছে জেলেরা । প্রাকাশে উপজেলার হাট-বাজার সহ বিভিন্ন গ্রামে ফেরি করে বিক্রয় করছে এসব মাছ । প্রশাসনকে জানানো হলেও তেমন কোন প্রকারের ভূমিকা দেখা যাচ্ছেনা । নাটকীয় ভাবে মাঝে মধ্যে মধ্যে দুই/একটি জাল ধরে তা পুড়ে দিচ্ছে প্রশাসন । জেলেদের সাথে প্রশাসন সখ্যতা করে মা ইলিশ ও জাটকা মাছ ধরাচ্ছে বলে এলাকায় গুঞ্জন উঠেছে । লালপুর থানার ওসি আবু ওবায়েদ বলেন, আমরা শুনেছি বিভিন্ন গ্রামে মাছ বিক্রয় হচ্ছে । গ্রামে অভিযান চালানো হবে, এবং যারা এসব মাছ বিক্রয় করেছে তাদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হবে । তিনি আরো বলেন কোন পুলিশ সদস্য এ বিষয়ে জড়িত থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেওয়া হবে ।
×