ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাপান সরকারের শিক্ষাবৃত্তি পেলেন দেবু কুমার ভট্টাচার্য্য

প্রকাশিত: ০২:২৫, ১৪ সেপ্টেম্বর ২০১৭

জাপান সরকারের শিক্ষাবৃত্তি পেলেন দেবু কুমার ভট্টাচার্য্য

স্টাফ রিপোর্টার ॥ জাপান সরকারের ‘মনবুকাগাশো শিক্ষাবৃত্তি-২০১৭’ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক দেবু কুমার ভট্টাচার্য্য। কৃষি গবেষণার সঙ্গে যুক্ত তরুণ এই সহকারী অধ্যাপক আগামী তিন বছরের জন্য জাপানের এহিম বিশ্ববিদ্যালয়ে বায়োমাস কেমেস্ট্রি’র উপর পিএইচডি করতে যাচ্ছেন। দেশে ফিরে কৃষির সঙ্গে আরও গভীরভাবে জড়িয়ে থাকার ইচ্ছে রয়েছে তার। এর আগে তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেছেন। পরে নিজের বিশ্ববিদ্যালয়েই শিক্ষকতার পেশায় যোগ দেন। ১৯৮৭ সালে রাজবাড়ী জেলায় জন্ম নেওয়া দেবু কুমার ভট্টাচার্য্য ২০০২ সালে স্থানীয় রতনদিয়া রজনী কান্ত উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০৪ সালে পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাস করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি যুক্ত রয়েছেন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডেও। বর্তমানে তিনি কৃষিবিদ ইনস্টিটিউশন মহানগর শাখার নির্বাহী সদস্যের দায়িত্বও পালন করছেন।
×