ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ধর্ষণ ঘটনা চাপা দিতে স্বাক্ষীদের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০১:০২, ১৩ সেপ্টেম্বর ২০১৭

ধর্ষণ ঘটনা চাপা দিতে স্বাক্ষীদের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ চাটমোহর উপজেলায় গৃহবধু ধর্ষণ মামলা ধামাচাপা দিতে স্বাক্ষীদের বিরুদ্ধে চুরি ও ডাকাতির অভিযোগ এনে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। বরিবার ফৈলজানা ইউনিয়নের প্রভাবশালী রাজনৈতিক নেতা আতিকের পিতা আফজাল হোসেন বাদী হয়ে চাটমোহর থানায় মামলা দায়ের করেন। ঘটনার বিবরণে ও মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার ফৈলজানা ইউনিয়নের ঝবঝবিয়া গ্রামের আফজাল প্রামানিকের ছেলে আতিক হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন এক গৃহবধূ। ধর্ষিত ওই গৃহবধূর বাড়িতে চার্জারফ্যান দিতে গিয়ে ঘরে জোরপূর্বক প্রবেশ করে আতিক ধর্ষণ করে বলে অভিযোগ করেন ওই গৃহবধূ। এ সময় এলাকাবাসী ওই গৃহবধূর আর্তচিৎকারে এগিয়ে এসে আতিককে আটক করলেও ঝবঝবিয়া গ্রামের মোসলেম প্রামাণিকের ছেলে মিজান, আলহাজ্ব নফিজ উদ্দিনের ছেলে সিহাব ও অজ্ঞাত আরও কয়েকজন আতিককে ছিনিয়ে নিয়ে যায়। ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে শনিবার সকালে চাটমোহর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ শনিবার ওই গৃহবধুর পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করে। এ ঘটনার পর থেকে ধর্ষক আতিক হোসেন পলাতক রয়েছে। আর এর পরেই মামলাটি ধামাচাপা দিতে আতিকের পিতা আফজাল হোসেন বাদী হয়ে রবিবার ওই গৃহবধূর করা ধর্ষণ মামলার স্বাক্ষী আব্দুল আলিম, রবিউল খাঁ, চাঁদ মাহমুদ, ও শফিকুল ইসলামসহ মোট ১১ জনের নামে চুরি ও ডাকাতির অভিযোগ এনে চাটমোহর থানায় মামলা দায়ের করেন বলে অভিযোগ উঠেছে। এদিকে আতিকের বাবা মো. আফজাল প্রামাণিক ধর্ষণের ঘটনাটি মিথ্যে, ষড়যন্ত্রমূলক এবং পূর্ব পরিকল্পিত বলে দাবি করেছেন। এ ব্যাপারে চাটমোহর থানার ওসি এসএম আহসান হাবীব জানান, ফৈলজানায় ধর্ষণের ঘটনায় মামলা হবার পর মো. আফজাল প্রামাণিক বাদী হয়ে অপর একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত চলছে।
×