ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ার প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়নের

প্রকাশিত: ০২:৪৭, ২৩ আগস্ট ২০১৭

আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ার প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়নের

কূটনৈতিক রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক হবে বলে প্রত্যাশা করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদ্যু। এছাড়া আগামী নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল পাঠাবে বলেও তিনি জানিয়েছেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বিদায়ী বৈঠকে এসব বলেছেন। মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বিদায়ী বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদ্যু বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় পিয়েরে মায়াদ্যু বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তমূলক হবে বলে প্রত্যাশা করেন। একই সঙ্গে আগামী নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল পাঠাবে বলেও তিনি জানান। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক নতুন উচ্চতায় পৌছেছে। আগামী দিনেও উভয়পক্ষের মধ্যে আরো গভীর সম্পর্ক গড়ে উঠবে বলে তিনি প্রত্যাশা করেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদ্যুর গঠনমূলক ভূমিকা নেয়ার কারণে উভয় পক্ষের সম্পর্ক নতুন উচ্চতায় পৌছেছে বলে তাকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আগামী দিনেও উভয়পক্ষের মধ্যে সম্পর্ক জোরদারে প্রত্যাশা করেন। বৈঠকে পিয়ের মায়াদ্যু পররাষ্ট্র প্রতিমন্ত্রীকেও বিশেষ ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতিখাতে আরো সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন রাষ্ট্রদূত পিয়েরে মায়াদ্যু। উল্লেখ্য, পিয়েরে মায়াদ্যু ২০১৪ সালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় আসেন। তিন বছর দায়িত্ব পালনের পর তিনি ঢাকা থেকে বিদায় নিচ্ছেন। এর আগে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন উইলিয়াম হানা।
×