ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

অ্যাপেলের নতুন ওয়াচ, লাগবে না আইফোন

প্রকাশিত: ১৮:২৭, ৬ আগস্ট ২০১৭

অ্যাপেলের নতুন ওয়াচ, লাগবে না  আইফোন

অনলাইন ডেস্ক ॥ টেক জায়ান্ট অ্যাপল চলতি বছরের শেষ নাগাদ এমন একটি স্মার্টওয়াচ বাজারে ছাড়ার পরিকল্পপনা করেছে যেটি আইফোন ছাড়াই সরাসরি মোবাইল টাওয়ারের সঙ্গে সংযুক্ত হবে। ব্লুমবার্গের বরাত দিয়ে এই খবর দিয়েছে বিবিসি। বর্তমানে অ্যাপল ওয়াচ থেকে বার্তা পাঠাতে, দিক নির্দেশনা পেতে এবং মিউজিক স্ট্রিম করতে তা অ্যাপল ওয়াচের সঙ্গে যুক্ত করতে হয়। নতুন সংস্করণে আইফোন ছাড়াই এ কাজগুলো করা যাবে। এ লক্ষ্যে বেশ অনেকটাই এগিয়েছে অ্যাপল। নতুন এই ডিভাইসের মডেম বানাবে ইন্টেল। স্যামসাং আর এলজির সেলুলার স্মার্ট ওয়াচগুলো আসার দীর্ঘ সময় পর অ্যাপল তাদের এই ডিভাইস মার্কেটে আনতে যাচ্ছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি অ্যাপল। টিম কুক নামে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, অ্যাপল ওয়াচ বিশ্বের বেস্টসেলার হলেও বিশ্ব বাজারে চাইনিজ শাওমি আর সানফ্রান্সিসকো ফিটবিটের চেয়ে পিছিয়ে রয়েছে। এ কারণে বিলাসবহুল ডিভাইস হওয়ার পরও অ্যাপল ওয়াচ এবার মেকানিজমের ওপর বেশি জোর দিয়েছে। নতুন এই ডিভাইসে ফোন না থাকলেও যে কোনো জায়গা থেকে গান ডাউনলোড করা যাবে বলেও জানান তিনি।
×