ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে চেম্বার সচিব গ্রেফতার

প্রকাশিত: ২৩:০০, ২০ জুলাই ২০১৭

শেরপুরে ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে চেম্বার সচিব গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সচিব শুভাশীষ দত্ত আশীষ (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শহরের গোপালবাড়ী মহল্লার নৃপেন্দ্র নাথ দত্তের ছেলে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে। ওই ঘটনায় শহরে তোলপাড় শুরু হয়েছে। জানা যায়, প্রায় ৪ বছর আগে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সচিব পদে যোগ দেয় শুভাশীষ দত্ত আশীষ। সম্প্রতি প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব নিয়ে তার আচার-আচরণে সন্দেহের উদ্রেক হলে চেম্বার সভাপতি মো. মাসুদসহ অন্যান্য কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাতের অভিযোগ স্বীকার করে। পরে প্রতিষ্ঠানের অভ্যন্তরিণ নিরীক্ষায় প্রতীয়মান হয়, সভাপতি ও সচিবের যৌথ সাক্ষরে পরিচালিত দি ফারমার্স ব্যাংক লিঃ এর স্থানীয় শাখায় থাকা হিসাব থেকে সভাপতির সাক্ষর জাল করে খ- খ- ৯টি চেকের মাধ্যমে প্রায় ২ লক্ষাধিক টাকা এবং জাল ব্যাংক স্টেটমেন্ট সৃজন, বিভিন্ন খাত থেকে উত্তোলিত টাকা, বিভিন্ন প্রতিষ্ঠানের পাওনা পরিশোধের টাকাসহ আরও কয়েকটি খাতের মোট ১০ লক্ষ ৪ হাজার ৭শ ১০ টাকা আত্মসাত করেছে। এরপর সচিব আশীষ প্রতিষ্ঠানের ওই আত্মসাত করা অর্থ ফেরতের লিখিত অঙ্গীকারনামা দেওয়ার পরও সময়ক্ষেপন করায় বৃহস্পতিবার সকালে চেম্বার সভাপতি মো. মাসুদ বাদী হয়ে তার বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। চেম্বার সভাপতি মো. মাসুদ জানিয়েছেন, অভ্যন্তরিণ নিরীক্ষা শেষে প্রতিষ্ঠানের আত্মসাত করা অর্থ ফেরত প্রদানের জন্য অঙ্গীকার করেও সে সময়ক্ষেপন করায় নির্বাহী পরিষদের সিদ্ধান্তে চাকরিচ্যুতসহ তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এরপর আসামীকে গ্রেফতার করা হয়েছে।
×