ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধারা ভারত ভ্রমণে ৫ বছরের মাল্টিপল ভিসা পাবেন

প্রকাশিত: ০২:৪১, ২৫ এপ্রিল ২০১৭

মুক্তিযোদ্ধারা ভারত ভ্রমণে ৫ বছরের মাল্টিপল ভিসা পাবেন

কূটনৈতিক রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য ভারত সফরকালে ঘোষণা অনুযায়ী মুক্তিযোদ্ধারা এখন থেকে ভারতের ৫ বছরের মাল্টিপল এন্টি ট্যুরিস্ট ভিসা পাবেন। বর্তমানে বাংলাদেশের ৬৫ বছরের উর্ধ্বের নাগরিক ৫ বছরের দীর্ঘমেয়াদী মাল্টিপল এন্ট্রি ভ্রমণ ভিসা পেয়ে থাকেন। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতের বিশেষ সংযোগের স্বীকৃতি হিসেবে এই বিধান একটি বিশেষ সৌজন্য হিসেবে মুক্তিযোদ্ধাদের প্রতি বর্ধিত করা হয়েছে। মঙ্গলবার ঢাকার ভারতীয় কমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ৫ বছরের ভ্রমণ ভিসা পেতে ইচ্ছুক মুক্তিযোদ্ধারা এপয়েন্টমেন্ট ছাড়াই ভ্রমণ ভিসা আবেদনপত্র ঢাকার গুলশান আইভিএসি এবং ঢাকার বাইরে ৮টি (চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, যশোর, ময়মনসিংহ ও রংপুর) আইভিএসি-তে সরাসরি জমা দিতে পারবেন। নিম্নোক্ত অতিরিক্ত কাগজপত্রসহ তাদের ভ্রমণ ভিসা জমা দিতে হবে। ভিসা পাওয়ার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা প্রমাণপত্র হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত মূল মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বা মুক্তিযোদ্ধা সনদ (জমা দেওয়ার সময় আইভিএসিতে দেখাতে হবে) এবং এর ফটোকপি আবেদনপত্রের সঙ্গে সংযোজন করতে হবে। এছাড়া ছবি সনাক্তকরণ: এক কপি ফটো আইডি/জাতীয় পরিচয়পত্র আবেদনপত্রের সঙ্গে থাকা বাধ্যতামূলক। ভ্রমণ ভিসার জন্য অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
×