ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফকিরহাটে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মৃত্যুঞ্জয়ী ভাস্কর্য নির্মান

প্রকাশিত: ২৩:৫২, ২৬ মার্চ ২০১৭

ফকিরহাটে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মৃত্যুঞ্জয়ী ভাস্কর্য নির্মান

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাটের বেতাগায় দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগনের শ্রদ্ধা ও ভালবাসায় স্বাধীনতা যুদ্ধে আত্মত্যেগকারী শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে ইউপির অর্থায়নে নির্মিত হচ্ছে মৃত্যুঞ্জয়ী ভাস্কার্য। পাকবাহিনীর সাথে সম্মুখ সমরে শহীদ হরিদাশ মজুমদার ও সুনিল দাশের স্মরণে নির্মিত ভার্স্কাযটি স্বাধীনতা দিবসে উদ্বোধন করা হয়। ইউপি চেয়ারম্যান স্বপদ দাশ জানান, স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসার প্রতিক হিসাবে এ ভার্স্কযটি স্থানিয় দুই জন শহীদের নামে তৈরি করা হয়েছে। চারুশিল্পি প্রভাষক সুকুমার বাগচি ও তার এক সহযোগী প্রায় ৩মাস ধরে এ ভার্স্কাযটি নির্মান করেছেন। মুক্তিযোদ্ধা সুকুমার দাশ ও যুদ্ধাহত সহযোদ্ধা লক্ষিকান্ত দাশ শহীদদের স্মরণে ভার্র্স্কায নির্মান করাটা মহতি উদ্যোগ। আগামী প্রজন্মের জন্য এ ভাস্কার্য অনুপ্রেরণার আংশ হবে। তারা সকল বধ্যভূমি সংরক্ষনে আন্তরিক হওয়ার আহব্বান জানান।
×