ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি-জামাত-খালেদা এখনো পাকিস্তানি

প্রকাশিত: ০১:০২, ২৪ মার্চ ২০১৭

বিএনপি-জামাত-খালেদা এখনো পাকিস্তানি

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে বলেছেন, সার্বিক ইতিহাস চর্চায় ২৫শে মার্চ গণহত্যা দিবস পালন ইতিহাসের এক বড় অর্জন এবং মাইলফলক। ২৫শে মার্চ গণহত্যা শুরু হলেও মুক্তিযুদ্ধের নয় মাসই ছিল গণহত্যার সময়কাল। যুদ্ধাপরাধীদের বিচার ও সাজার কার্যক্রম এবং ২৫শে মার্চ গণহত্যা দিবস পালন মুক্তিযুদ্ধের মতই দেশকে ফিরিয়ে আনবে। এ দিবস পালন যুদ্ধাপরাধী ও পাকিস্তানি দোসরদের বিচার কাজ এগিয়ে নিতে প্রেরণা দেবে। তারা বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানিদের ওকালতিই প্রমাণ করে বিএনপি-জামাত-খালেদা এখনো পাকিস্তানি ভাবধারা থেকে বেরিয়ে আসতে পারেনি। বিএনপি-জামাত-খালেদা তাদের কৃতকর্মের জন্য মাফ চায়নি। নেতৃবৃন্দ ২৫শে মার্চ গণহত্যা দিবস পালনের বিষয়ে বিএনপি-জামাতের রহস্যজনক নিরবতার তীব্র নিন্দা জানান। তারা ২৫শে মার্চ গণহত্যা দিবস পালনের স্বীকৃতি আদায়ের জন্য এবং এই গণহত্যা যারা করেছেন তাদের বিচার ও ১৯৫ জন পাকিস্তানি সৈন্যের বিচার এবং বাংলাদেশে যারা মানুষ পুড়িয়েছেন তাদেরও বিচারের দাবি জানান। তারা ২৫শে মার্চ গণহত্যা দিবস পালনের আহ্বান জানান এবং আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবসের স্বীকৃতির দাবি জানান।
×