ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের গল্প বলা আসর

প্রকাশিত: ২৩:১৪, ২৩ মার্চ ২০১৭

গাইবান্ধায় মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের গল্প বলা আসর

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধা পৌরপার্কে স্বাধীনতার বিজয় স্তম্ভে বৃহস্পতিবার দিনব্যাপী ‘চলো ফিরে যাই ৭১ এ’ শীর্ষক মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের গল্প বলার আসর অনুষ্ঠিত হয়। ৭১ এ পাকিস্তানের পতাকা পুড়িয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস স্মরণে গাইবান্ধার শিশু কিশোরদের সংগঠন আমরা ‘ক’ জন অগ্রদূত এই গল্প বলা আসরের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন গল্প বলা আসরের উদ্বোধন করেন। এই আসরে ৭১’র মুক্তিযুদ্ধের গল্প বলেন এ জেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, গৌতম চন্দ্র মোদক, মাহমুদুল হক শাহজাদা, নাজমুল আরেফিন তারেক, ওয়াশিকার ইকবাল মাজু, মবিনুল হক জুবেল, শামছুল আলম। এছাড়া শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের মধ্যে শহীদ মধুর বড় ভাই মঞ্জু, শহীদ প্রভাত চক্রবর্ত্তীর স্ত্রী মুক্তা রানী চক্রবর্ত্তীসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু, তানজিমুল ইসলাম পিটার প্রমুখ। মুক্তিযোদ্ধারা উপস্থিত শিশুদের প্রশ্নের উত্তরে তাদের গল্প বলায় উল্লেখ করেন, ৭১ এ মুক্তিযুদ্ধ কেন? সেদিন মুক্তিযোদ্ধারা কিভাবে বেঁচে গেলেন? কিভাবে শত্র“দের আক্রমণ মোকাবেলা করলেন? তদুপরি তারা নতুন প্রজন্মের কাছে পাকবাহিনীর অত্যাচার ও নির্মম নির্যাতনের বিভীষিকাময় চিত্র তুলে ধরেন। গল্পে গল্পে তারা শিশুদের সামনে মুক্তিযুদ্ধের নানা ঘটনার বর্ণনা দেন এবং বলেন, কিভাবে তারা জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্যই সেদিন ৭১ এ যুদ্ধ করেছেন। তারা আরও বলেন, নিশ্চিত মৃত্যু জেনেও পাকবাহিনীর বন্দুকের সামনে দাঁড়াতে ভয় পায়নি মুক্তিযোদ্ধারা।
×