ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

লালমনিরহাটে পুলিশ সুপার ও সরকার দলীয় নেতা কর্মীর মুখোমুখি অবস্থানে

প্রকাশিত: ২১:৫৪, ১ জুলাই ২০১৬

লালমনিরহাটে পুলিশ সুপার ও সরকার দলীয় নেতা কর্মীর মুখোমুখি অবস্থানে

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ লালমনিরহাটে পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে বৈরী সম্পর্ক চরম আকার ধারণ করেছে। এই সুযোগে সুবিধা নিচ্ছে জামায়াত শিবির ও উগ্রমৌলবাদী দূর্বৃত্তরা। পুলিশের সাথে সখ্যতা গড়ে তুলে প্রকাশ্য সরকার বিরোধী প্রচারণায় চালাচ্ছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোঃ মোতাহার হোসের এমপি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করায় পুলিশ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর ক্ষুব্ধ হয়ে উঠেছে। মাঠ পর্যায়ে নেতা কর্মীরা হরহামেশায় পুলিশের হাতে নাজেহাল হতে হচ্ছে। কিন্তু বিএনপি, জামায়াত ও শিবিরের দূর্বৃত্তরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। পুলিশের সাথে রয়েছে উগ্রমৌলবাদীদেও গভীর সখ্যতা। বিষয়টি ওপেন সিক্রেট। এমপি মোঃ মোতাহার হোসেন প্রধানমন্ত্রীকে দেয়া অভিযোগ পত্রে পুলিশ সুপারকে জেলা হতে প্রত্যাহার করে বিচার দাবি করেন। এদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা দাবি করেছে, পুলিশের ভিতরে জঙ্গী সম্পৃক্ততা রয়েছে। জঙ্গি বিরোধী অভিযানে জেলায় কোন জঙ্গি আটক করতে পারেনি পুলিশ। কথিত রয়েছে জামায়াত শিবির ও উগ্রমৌলবাদী আর্দশের একটি এনজিওতে লালমনিরহাটের পুলিশের বড় কর্মকর্তার বন্ধু কাজ করে। সেই বন্ধুর মাধ্যমে বিপুল পরিমান অর্থ লেন দেন হয়েছে। যার করানে জেলার আদিতমারীর নামুড়িতে ও জেলার পাটগ্রামের জগৎবেড় ও জোংড়ায় প্রকাশ্য জামায়াত শিবির ও উগ্রমৌলবাদী জঙ্গিরা পুলিশ পাহাড়ায় সমাবেশ করতে সাহস দেখিয়েছে। দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা বিষয়টি রির্পোট আকারে উর্দ্ধতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর দপ্তর ও স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে পাঠিয়েছে। এই রির্পোটের কারণে পাটগ্রামের ওসি ষ্ট্যান্ডরিলিজ হয়ে যায়। পুলিশের বড় কর্তা থেকে যায় ধরা ছোঁয়ার বাহিরে। সম্প্রতি পুলিশ সুপারের আয়োজনে ইফতার পার্টিতে সংগ্রাম, দিগন্ত, দিনকালসহ জামায়াত বিএনপির মিডিয়া কর্মীদের আমন্ত্রণ করা হয়। কিন্তু কোন স্বাধীনতার পক্ষের মিডিয়া কর্মীদের দাওয়াত করা হয়নি। আন্ডারগ্রাউন্ড পত্রিকার কথিত সংবাদ কর্মীদের সাথে পুলিশের উর্ধতণ কর্মকতর্কাদের(এসপির) রয়েছে সখ্যতা।
×