ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কক্সবাজারে মুক্তি স্কুলে এক শিশুকে নির্দয় প্রহার

প্রকাশিত: ১৯:৪২, ১৩ মে ২০১৬

কক্সবাজারে মুক্তি স্কুলে এক শিশুকে নির্দয় প্রহার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারে এক শিক্ষিকার নির্দয় প্রহারে গুরুতর জখম ৭ বছরের ২য় শ্রেণীর শিশু ছাত্রী টুম্পা মনিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরতলীর বড়ছড়া গ্রামে অবস্থিত মুক্তি স্কুলে এ ঘটনা ঘটে। জানা যায়, মুক্তি স্কুলের ২য় শ্রেণীর ছাত্রী টুম্পামনির বইয়ের একটি পাতা কে বা কারা ছিঁড়ে ফেলে। এ ঘটনায় শিক্ষিকা ফাল্গুনী ক্ষিপ্ত হয়ে ওই শিশুর মাথায় বেদম প্রহার করে। বেত দিয়ে সজোরে মারধরের কারণে উক্ত শিশুর মাথা ফেটে রক্তাক্ত হয়। ওসময় ওই শিশুসহ অন্য শিশুদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হলে সকলে একই সঙ্গে কান্না জুড়ে দেয়। খবর পেয়ে অভিভাবক এসে ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
×