ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

টোরিবিরোধী ‘বাঙ্কসি’

প্রকাশিত: ০৯:৫৩, ৬ জুন ২০১৭

টোরিবিরোধী ‘বাঙ্কসি’

আগামী ৯ জুন যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। ব্র্রেক্সিট পরবর্তী ইলেকশন। তাই কনজারভেটিভ ও লেবার দুই শিবিরেই এ নিয়ে চরম উৎকণ্ঠা ও উত্তেজনা। ব্রিটেনের ইতিহাসে চরম ক্রান্তিকালীন সময়। জনগণ এখন কোন দলের নেতৃত্ব গ্রহণ করবে তাই এখন দেখার বিষয়। এ নির্বাচন নিয়ে ইতোমধ্যে গণমাধ্যমে হাজির হয়েছেন প্রধান দুই নেতা তেরেসা মে ও জেরেমি করবিন। ব্রিটেন নিয়ে নিজেদের অবস্থান ও পরিকল্পনা তুলে ধরেছেন উপস্থিত ভোটারদের মাঝে। ব্রিটেনের প্রবাসী বাঙালীরাও এ নির্বাচনকে ঘিরে ব্যাপক কৌতূহলী। কারণ বেশ ক’জন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ প্রার্থী হয়েছেন ব্রিটেনের এ সাধারণ নির্বাচনে। মূলত বাংলাদেশী অধ্যুষিত অঞ্চলেই নির্বাচনে লড়ছেন তারা। তবে এ খবর ছাপিয়ে যে সংবাদ তরুণদের আগ্রহী করেছে তা হলো স্ট্রিট আর্টিস্ট ‘বাঙ্কসি’র নির্বাচন বিষয়ক ঘোষণা। নির্বাচনের দিন অর্থাৎ ৯ জুন ‘বাঙ্কসি’ চমকপ্রদ সব কাজের নতুন মুদ্রণ করবেন। এ সংক্ষিপ্ত সঙ্করণ অত্যন্ত মূল্যবান কাগজে মুদ্রণ করা হবে। যা দীর্ঘসময় সংরক্ষণযোগ্য এবং তা আগ্রহী ভোটারদের কাছে বিনামূল্যেই প্রদান করা হবে। তবে আগ্রহীদের অবশ্যই নির্দিষ্ট কিছু নির্বাচনী অঞ্চলের ভোটার হতে হবে এবং ভোট দেয়ার পর তা ছবি তুলে পাঠাতে হবে। অবশ্যই সে ভোট হতে হবে কনজারভেটিব বা টোরি দলের বিপক্ষে। সেই ব্যালট ছবি তুলে মেইল করে পাঠাতে হবে ‘বাঙ্কসি’র ঠিকানায়। তবেই মিলবে চমকপ্রদ সব শিল্পকর্ম।
×