ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

শটগানের গুলিতে আনসার সদস্য নিহত

প্রকাশিত: ২১:৫০, ২২ এপ্রিল ২০২৪

শটগানের গুলিতে আনসার সদস্য নিহত

আফজাল হোসেনের আইডি কার্ড।

নারায়নগঞ্জের বন্দরে ইউএনও এর অফিসে দায়িত্ব পালনকালে নিজের শটগানের গুলিতে আফজাল হোসেন (২২) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন জানা গেছে।

সোমবার (২২ এপ্রিল) বিকাল পৌনে ৫টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই আনসার সদস্যকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মারা যান।

আফজালকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মিরাজুল ইসলাম জানান, মৃত আফজালের বাড়ি চট্টগ্রামের মিরেরসরাই উপজেলার গাজিরায় গ্রামে। বাবার নাম মৃত ওহিদুর রহমান। বর্তমানে ছোট স্ত্রী স্মৃতি আক্তারকে নিয়ে সোনারগাঁ মুরগাপাড়া এলাকায় থাকতো।

তিনি জানান, বিকেল ৪টা থেকে রাত ৮ পর্যন্ত ডিউটি করার কথা ছিল আফজালের। ডিউটিতে যাওয়ার কিছুক্ষণ পরই নিজের সটগান দিয়ে নিজের মাথায় গুলি করে। তবে কি কারণে সে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে তা বলতে পারবো না।

জানা গেছে আফজাল দুটি বিয়ে করেছিলেন। বড় স্ত্রী গ্রামের বাড়িতে থাকে। ছোট স্ত্রী স্মৃতি আক্তারকে নিয়ে সোনারগাঁ মুরগাপাড়ায় থাকতো সে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তার মাথার বাম পাশে গুলিবিদ্ধ ছিল। 

এম হাসান

×