ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

জাতীয় মানবাধিকার  কমিশনকে কার্যকর  ভূমিকা পালনের  নির্দেশ রাষ্ট্র

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০০:১৬, ১০ মে ২০২৩

জাতীয় মানবাধিকার  কমিশনকে কার্যকর  ভূমিকা পালনের  নির্দেশ রাষ্ট্র

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বঙ্গভবনে মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২২ হস্তান্তর করেন কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মানবাধিকার রক্ষায় প্রতিটি ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। জাতীয় মানবাধিকার কমিশন মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে এর বার্ষিক রিপোর্ট-২০২২  পেশ করতে গেলে তিনি এ নির্দেশ দেন। খবর অনলাইনের।
রাষ্ট্রপ্রধান বলেন, দেশের যে কোনো প্রান্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে, সঙ্গে সঙ্গে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি সকল মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ফলোআপ কার্যক্রম অব্যাহত রাখারও তাগিদ দেন। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে কমিশনের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করেন।

×