ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে নারী হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ২৩:৩৬, ৪ মার্চ ২০২১

চট্টগ্রামে নারী হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় এক নারীকে হত্যার মামলায় ৪ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল ভুঁইয়ার আদালতে এ দণ্ডাদেশ হয়। একই রায়ে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলো ফটিকছড়ি সমিতিরহাট ইউনিয়নের সাদেক নগর এলাকার নুরুল ইসলামের পুত্র মোঃ ইয়াসিন (২৭), হাটহাজারীর পূর্ব মেখল গ্রামের মোঃ মুসার পুত্র মনসুর (২৫), একই এলাকার মোঃ ইউসুফের পুত্র মোঃ তৈয়ব ওরফে রানা (২৪) এবং সৈয়দপুর রহমান বাড়ির আহমদ ছফার পুত্র মোঃ ইসহাক। আসামিদের মধ্যে প্রথমজন ছাড়া বাকিরা পলাতক। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৩ মার্চ রাত সাড়ে ৯টার দিকে রৌফাবাদ বাংলাদেশ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির একটি ভবনের তৃতীয় তলায় ঘটে এ খুনের ঘটনা। সেখানে হত্যা করা হয় পারভীন আক্তার নামের এক নারীকে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন পারভীনের স্বামী নুরুল আলম। ২০১৭ সালের ৫ মার্চ চার্জ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার কাজ শুরু হয়। মোট ১৫ জনের সাক্ষ্যে চার আসামির বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই ঘটনায় দস্যুতার ধারায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
×