ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

করোনা আতঙ্কে হজ যাত্রায় মালয়েশিয়ার নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০১:০৬, ১২ জুন ২০২০

করোনা আতঙ্কে হজ যাত্রায় মালয়েশিয়ার নিষেধাজ্ঞা

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাস মহামারী পরিস্থিতির কারণে এ বছর মালয়েশিয়ার নাগরিকদের হজ পালনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে। এর আগে এমন পদক্ষেপ নিয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। খবর ইয়াহু নিউজের। প্রতিবছর মালয়েশিয়া থেকে কয়েক হাজার মানুষ হজ পালন করতে যান সৌদি আরব। করোনা পরিস্থিতির কারণে সৌদি আরব হজ ও উমরাহ পালন স্থগিত করেছে। তবে সম্প্রতি কিছু বিধিনিষেধ শিথিল করেছে সৌদি কর্তৃপক্ষ। করোনা সংক্রমণের আশঙ্কা ও চিকিৎসায় টিকা না থাকার কারণে মালয়েশিয়ার নাগরিকদের এ বছর হজ পালনে নিষেধাজ্ঞা জারির কথা জানিয়ে দেশটির ধর্মমন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি বলেন, আমি আশা করি হজে যেতে আগ্রহীরা ধৈর্য ধারণ করবেন ও সরকারের এ সিদ্ধান্ত মেনে নেবেন। পৃথক এক বিবৃতিতে দেশটির তাবুং হজ বোর্ড জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে এ বছরের জন্য নির্বাচিত ৩১ হাজার ৬০০ মানুষের হজযাত্রা বাতিল হতে পারে। মালয়েশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩৬৯ এবং মৃত্যু হয়েছে ১১৮ জনের।
×