ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বরিশালে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

প্রকাশিত: ০৯:২৫, ২৩ ডিসেম্বর ২০১৯

 বরিশালে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জমিজমা নিয়ে বিরোধের জের ধরে রবিবার সকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাহামুদুল হাসান সজিব (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে হত্যাকা-ে ব্যবহৃত ছুরি উদ্ধার ও প্রধান ঘাতকসহ ছয়জনকে গ্রেফতার করেছে। ঘটনাটি বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের ছোট পুইয়াউডা গ্রামের। জানা গেছে, ওই গ্রামের রাজ্জাক বেপারীর স্বজনদের সঙ্গে প্রতিবেশী পরিমল সরকারের স্বজনদের দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার উদ্যোগ গ্রহণ করা সত্ত্বেও কোন সমাধান হয়নি। ওই বিরোধের জের ধরে রবিবার সকালে রাজ্জাক বেপারীর পুত্র মাহামুদুল হাসান সজিবের ওপর আকস্মিকভাবে পরিমল সরকারের পুত্র সুব্রত ও তার সহযোগীরা হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা সজিবকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে (সজিব) উদ্ধার করে তার স্বজনরা উপজেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নেত্রকোনায় বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, জেলার মদন উপজেলার ধলিয়াকুড়ি হাওড়ের একটি খড়ের স্তূপ থেকে এক অজ্ঞাত বৃদ্ধের (৭৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। সাভারে দুজনেরলাশ উদ্ধার সংবাদদাতা সাভার থেকে জানান, সাভারে স্কুলছাত্রীসহ দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে সাভার মডেল থানাধীন কাউন্দিয়া ও তালবাগ এলাকা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। জানা গেছে, এদিন রাতে সাভার পৌর এলাকা তালবাগের লিটনের বাড়ির ভাড়াটিয়া গোপালগঞ্জ জেলার সদর থানার পুকুরিয়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের মেয়ে রিতা খানমকে (২২) আড়ার সঙ্গে ফাস লাগানো অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহায়তায় সাভার উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্সে রিতাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। অপরদিকে, শনিবার গভীর রাতে কাউন্দিয়া তেরানব্বই নম্বর প্লট এলাকার জনৈক মন্নাত মিয়ার বাড়ির ভাড়াটিয়া রুহল আমিনের মেয়ে ও কাউন্দিয়া শহীদ স্মৃতি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী রুনা আক্তারের (১৫) নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্তাবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মোহনগঞ্জে নববধূর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা মোহনগঞ্জ, নেত্রকোনা থেকে জানান, মাহনগঞ্জের মানশ্রী গ্রামে হীরামনি (১৯) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। হীরামনি মানশ্রী গ্রামের কাজিম উদ্দিনের মেয়ে। একই গ্রামের আঃ আওয়ালের সঙ্গে মাত্র নয়দিন আগে তার বিয়ে হয়েছিল। রবিবার দুপুর ১টার দিকে শ্বশুরালয় থেকে তাকে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। পরে হীরামনিকে মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে এসে রেখে পালিয়ে যায় তারা। এ ঘটনাটি সন্দেহের সৃষ্টি করেছে। ঘটনার সত্যতা স্বীকার করে মোহনগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম বলেন, নববধূর মৃত্যুর ঘটনাটি রহস্যজনক।
×