ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জের যমুনাপাড়ের হার্ডপয়েন্টে নৌকাবাইচ

প্রকাশিত: ০৮:৪৫, ১১ অক্টোবর ২০১৯

সিরাজগঞ্জের যমুনাপাড়ের হার্ডপয়েন্টে নৌকাবাইচ

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের যমুনাপাড়ের হার্ডপয়েন্টে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। আবহমান বাংলার ঐতিহ্যবাহী ও প্রাচীন সংস্কৃতির অনুষঙ্গ এই নৌকাবাইচ প্রতিযোগিতা। জেলা পরিষদের আয়োজনে প্রতিযোগিতার মূল উদ্যোক্তা ছিলেন সাবেক মন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। খরস্্েরাতা যমুনায় নৌকাবাইচ প্রতিযোগিতায় ঢাক-ঢোলের বাজনার সঙ্গে জারি-সারি ও ভাটিয়ালি গানের তালে তালে মাঝিদের ছন্দময় বৈঠা চালানোর সে দৃশ্য ছিল অপরূপ। যমুনায় নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে আসা সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার যমুনাপাড়ের মানুষের উচ্ছ্বাস, উদ্দীপনা এবং মুহুর্মুহু করতালিতে মুখরিত ছিল আড়াই কি.মি. দীর্ঘ হার্ডপয়েন্টের পুরো এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীও ছিল সদা সতর্ক। নানা রঙের বর্ণের, বাহারি পোশাক পরে শিশু, আবাল-বৃদ্ধ মেতে উঠেছিল উৎসবের আমেজে। যমুনাপাড়ে নারীদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। প্রতিযোগিতায় পানসি, কোষা ও বৃহৎ আকারের খেলনা নামের ত্রিশটি নৌকা অংশগ্রহণ করে। কাসার ডঙ্কা, ঢোল, বাদ্যযন্ত্রের তালে-তালে উচ্চস্বরে আল্লাহ-আল্লাহ ধ্বনি দিয়ে ‘জোরসে বল হেইও, আরও জোরে হেইওর ছন্দে ছন্দে মাঝিরা বৈঠা চালিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। মাঝিদের বৈঠার ছন্দে যমুনাতীরের দর্শকরাও মেতে উঠে উচ্ছ্বাসে। সমান তালে ছুটে চলে সমর্থকরা। তীরের দর্শকদের করতালি, হর্ষধ্বনি পরিশ্রান্ত মাঝিদের উৎসাহ জোগায়। সিরাজগঞ্জের ক্রিকেটাঙ্গনের নামকরা দল রাশেদ ইউসুফ জুয়েলের সিরাজগঞ্জ টাইগার্স এর পানসি নৌকা ঘিরে দর্শকদের ছিল আলাদা আগ্রহ। দৃষ্টিনন্দন কমলা রঙ জার্সি পড়ে মাঝি-মাল্লার জারিগান আর বৈঠার টানের প্রতি মানুষের ছিল নানা অনুভূতির আবেগ আর উচ্ছ্বাস। প্রতিযোগিতায় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ হাবীবে মিল্লাত মুন্না এমপি। জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ, পরিষদ প্রধান নির্বাহী ইকতেখার উদ্দিন শামীম, কেএম হোসেন আলী হাসানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং জেলা পরিষদের সদস্য ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×