ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ব্যতিক্রমী জাদুঘর

প্রকাশিত: ০৫:৪০, ৮ জানুয়ারি ২০১৯

ব্যতিক্রমী জাদুঘর

ফরাসী বংশোদ্ভূত মার্কিন নাগরিক জ্যাক আঁদ্রে ইসতেল একটি অদ্ভুত ধরনের জাদুঘর গড়ে তুলেছেন। তিনি দাবি করেছেন, ভিনগ্রহের প্রাণীরা পৃথিবীতে এসে থাকলে মানবসভ্যতা সম্পর্কে তাদের জানতে তার এই জাদুঘরে অবশ্যই আসতে হবে। তিনি আরও দাবি করেন, গ্রানাইট ব্যবহার করে তৈরিকৃত তার জাদুঘরটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, এটি আরও ৪ হাজার বছর অর্থাৎ ৬০০০ সাল পর্যন্ত এটি টিকে থাকবে। এই জাদুঘরে পাথরে খোদাই করে মানবসভ্যতার নানা ইতিহাস সংরক্ষণ করা হয়েছে। জাদুঘরটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সনোরান মরু ভূমিতে অবস্থিত। প্রায় ৩০ বছর আগে তিনি এই জাদুঘর গড়ার উদ্যোগ নেন। মিসরের ফারাওদের মতো দীর্ঘস্থায়ী কোন কীর্তি গড়ার আকাক্সক্ষা থেকে তিনি কাজটি করেন। একাজে তিনি স্ত্রী ফেলিসা লিকে শুরু থেকেই পেয়েছেন। ইসতেল বলেন, ‘মঙ্গল গ্রহের বাসিন্দারা পৃথিবীতে এলে মানবসভ্যতা সম্পর্কে এই জাদুঘর থেকে জানতে পারবে। জাদুঘরে পাথর খোদাই করে চিত্র এঁকে গুরুত্বপূর্ণ ইতিহাস রাখা হয়েছে।’ মার্কিনীদের কাছে স্কাই ডাইভিংকে জনপ্রিয় করার পেছনে ইসতেল প্রথম সারির ব্যক্তি। -বিবিসি
×