ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নতুন মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে কারা স্থান পাচ্ছেন ?

প্রকাশিত: ০৭:০২, ৬ জানুয়ারি ২০১৯

নতুন মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে কারা স্থান পাচ্ছেন ?

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর আগামীকাল সোমবার নতুন যে মন্ত্রিসভা গঠন হতে যাচ্ছে তাতে চট্টগ্রাম থেকে কারা স্থান পাচ্ছেন তা নিয়ে স্থানীয় বিভিন্ন মহল ব্যাপক কৌতূহল রয়েছে। সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে মহাজোট প্রার্থীগণ নিরঙ্কুশ বিজয় লাভ করেন। নির্বাচিত সকলেই ইতোমধ্যেই শপথ গ্রহণ করেছেন। এখন নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন তার অপেক্ষায় রয়েছেন চট্টগ্রামবাসী। পরিসংখ্যান অনুযায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এবং বিএনপি-জামায়াত জোট এবং এরশাদ ও জিয়া সরকার আমলে এবং সর্বোপরি বঙ্গবন্ধু সরকার আমলে চট্টগ্রাম থেকে কেউ না কেউ মন্ত্রিসভা স্থান লাভ করেছেন। বর্তমানেও তিনজন রয়েছেন মন্ত্রী সভায়। এরা হচ্ছেন-মীরসরাই থেকে নির্বাচিত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও টেকনোক্রেট কোটায় নুরুল ইসলাম বিএসসি ও আনোয়ারা থেকে নির্বাচিত সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এই তিনজনের মধ্যে নুরুল ইসলাম বিএসসি এবার নির্বাচন করেননি। অপরদিকে, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সাইফুজ্জামান চৌধুরী পুনরায় স্ব স্ব আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের সঙ্গে আরও ১৪ জন মহাজোট প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। আগামীকাল সোমবার নতুন মন্ত্রী সভা গঠনের ঘোষণা আসার পর থেকে চট্টগ্রাম থেকে কারা মন্ত্রিত্বের পদটি পাচ্ছেন তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। মন্ত্রী সভার আকার বড় হলে চট্টগ্রাম থেকে মন্ত্রীর সংখ্যাও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মহাজোটের স্থানীয় নেতাদের পক্ষে ইঙ্গিত দেয়া হচ্ছে। এই পর্যন্ত অনেকের নাম আলোচনায় আসলেও সুনির্দিষ্টভাবে কোন সূত্র নিশ্চিত করতে পারছেন না কারা মন্ত্রী সভায় স্থান পাচ্ছেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন- ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নজিবুর বশর মাইজভা-ারী, মাহফুজুর রহমান মিতা, দিদারুল আলম, আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম ফজলে করিম চৌধুরী, ড. হাছান মাহমুদ, মাঈনুদ্দিন খান বাদল, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ডাঃ আফসারুল আমীন, এম এ লতিফ, সামশুল হক চৌধুরী, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, নজরুল ইসলাম চৌধুরী, ড. আবু রেজা নদভী, মোস্তাফিজুর রহমান চৌধুরী।
×