ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ফের হিন্দু বাড়িতে আগুন

প্রকাশিত: ০৪:২১, ২৯ ডিসেম্বর ২০১৮

ঠাকুরগাঁওয়ে ফের  হিন্দু বাড়িতে  আগুন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৮ ডিসেম্বর ॥ সদর উপজেলার আখানগর ইউনিয়নে আবারও একটি হিন্দু সম্প্রদায়ের বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আখানগর ইউনিয়নের ঝাপড়তলি গ্রামের আনন্দ চন্দ্র বর্মনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আনন্দ চন্দ্র বর্মনের বাড়ির দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি বিড়ি-সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে জানালেও বাড়ির মালিক আনন্দ চন্দ্র বর্মন বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, আখানগর বাজারে আমার মেশিনারিজ দোকান বন্ধ করে রাত ১০টার দিকে বাড়িতে ফিরি। এর কিছুক্ষণ পর দেখি আমার ঘরে আগুন জ্বলছে এবং আশপাশে পেট্রোলের গন্ধ ছড়াচ্ছে। ৫-৭ মিনিটের মধ্যে দুটো ঘর পুড়ে ছাই হয়ে যায়। আনন্দ চন্দ্র বর্মন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেন ভোট দিতে যেতে না পারি এজন্য কেউ পরিকল্পিতভাবে পেট্রোল দিয়ে আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। আখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, এ অগ্নিকান্ড নিয়ে আমার এলাকার দুটো হিন্দু বাড়িতে আগুন দেয়া হলো।
×