ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ৫ শতাধিক কেজি আম ধ্বংস ॥ দুই আড়তের জরিমানা

প্রকাশিত: ০৪:০৫, ২১ মে ২০১৮

বগুড়ায় ৫ শতাধিক কেজি আম ধ্বংস ॥ দুই আড়তের জরিমানা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ রবিবার বিকেলে শহরের স্টেশন রোডে রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো আম বিক্রি ও মজুদের অভিযোগে ৫ শতাধিক কেজি আম ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে দুটি আড়তের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে জনস্বাস্থ্যর জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে আম পাকিয়ে বিক্রির প্রমাণ পাওয়ায় অপরিপক্ব ও রাসায়নিক ব্যবহার করা আম জব্দ করে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহলের নেতৃত্বে বিএসটিআই কর্মকর্তাদের উপস্থিতে ভ্রাম্যমাণ আদালত শহরের স্টেশন রোডে অভিযান চালান। এ সময় আমর্ড পুলিশ বিভিন্ন আড়তের সামনে অবস্থান নেয়া শুরু করতেই অনেক আড়ত তড়িঘড়ি করে বন্ধ করে ফেলা হয়। রাজশাহী বিএসটিআই কর্মকর্তা দেবব্রত বিশ্বাস, বগুড়া বিএসটিআইর পরিদর্শক জুলফিকার আলী, বগুড়া পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর শাহ আলীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএসটিআই কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের আগেই মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক ইথোপেনসহ অন্যান্য রাসায়নিক ব্যবহার করে আম পাকিয়ে বিক্রি ও মজুদ করা হচ্ছিল। এসব আমের মধ্যে রয়েছে গোপালভোগ, ক্ষুদি ক্ষিরসাসহ বিভিন্ন জাতের আম। এগুলো সাতক্ষীরাসহ কয়েকটি জেলা থেকে বগুড়ার আড়তে এনে অবাধে বিক্রি হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত পূজা সোহাগ ফল ভান্ডার নামে দুই আড়তের ৩৫ হাজার টাকা জরিমানা করেন।
×