ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

২০২১ সালের মধ্যে স্বাস্থ্যবীমার আওতায় আসছে ঢাবি শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৫:৪৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

২০২১ সালের মধ্যে স্বাস্থ্যবীমার আওতায় আসছে ঢাবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ২০২১ সালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে স্বাস্থ্যবীমা প্রকল্পের আওতায় আনা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। বৃহস্পতিবার টিএসসি অডিটরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের জন্য ‘গোষ্ঠী স্বাস্থ্যবীমা প্রকল্প’ চালু করা হয়। বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রকল্পের আওতায় অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তি হলে বীমা কোম্পানির কাছ থেকে প্রতিদিন ৩ হাজার টাকা হিসেবে বছরে সর্বমোট ৩০ হাজার টাকা লাভ করবে। এছাড়া বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, রোগ নির্ণয়সহ হাসপাতালের বিভিন্ন বহির্বিভাগ সেবা এই প্রকল্পের অর্ন্তভুক্ত করা হবে। কোন শিক্ষার্থীর মৃত্যু ঘটলে বীমা কোম্পানি সংশ্লিষ্ট পরিবারকে ৫০ হাজার টাকা প্রদান করবে। গোষ্ঠী স্বাস্থ্যবীমার জন্য বীমা কোম্পানিকে বছরে মাথাপিছু মোট ৪শ’ টাকা প্রিমিয়াম প্রদান করতে হবে। এর পঞ্চাশ ভাগ অর্থনীতি বিভাগ এবং পঞ্চাশ ভাগ শিক্ষার্থীরা বহন করবে।
×