ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সালমান শাহ হত্যা

বিচারের দাবিতে প্রত্যেক বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা মায়ের

প্রকাশিত: ০৫:২৬, ৭ অক্টোবর ২০১৭

বিচারের দাবিতে প্রত্যেক বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা মায়ের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সালমান শাহ-এর খুনিদের বিচার দাবি করে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তার মা নীলা চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ছেলে হত্যার বিচার দাবি করে দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে সংবাদ সম্মেলনের পাশাপাশি বিক্ষোভ সমাবেশের মাধ্যমে হত্যার বিচার দাবি করবেন বলে ঘোষণা দেন তিনি। এছাড়াও তিনি শুক্রবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল শেষে নগরীর মুসলিম ইনিস্টিটিউট মিলনায়তনে এক বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমার স্বামী ম্যাজিস্ট্রেট ছিলেন। মা হয়ে দীর্ঘ ২২ বছর ধরে তিনি ছেলে হত্যার বিচার দাবি করে দ্বারে দ্বারে ঘুরছেন। সালমান শাহকে হত্যা করা হয়েছে এমন তথ্য ইন্টানেটের সুবাদে এখন প্রায় সবারই জানা। ছেলে হত্যার শিকার এমন তথ্য খুনি রিজভী আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে স্বীকার করেছে। মামলা চলাকালে আদালতের পিপি আব্দুল্লাহ প্রায় আড়াই বছর কালক্ষেপণ করেছেন। এদিকে নায়ক সালমানকে হত্যার পর সামিরার মামি রুবি সুলতানা বার বার ইন্টারনেটে সারা বিশ্বকে জানিয়েছে। কারণ রুবির সন্তান বিকিকে দিয়ে সামিরা সালমানকে হত্যার আলামত পার্শ্ববর্তী দালানের ছাদে ফেলে দিয়ে নষ্ট করেছে। এ বিষয়ে বিকি তার মা রুবিকে জানিয়েছিল। পরে সালমান হত্যার সাক্ষ্য থেকে বাদ দিতে রুবির ভাই রুমিকেও গুম করে হত্যা করা হয়েছে বলে তিনি সংবাদ সম্মেলনে জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সালমান হায়দার, আরিফ জয়, মাশরুর চৌধুরী ও তানভীর সায়েম প্রমুখ।
×