ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় ৪২ লাখ টাকার কেমিক্যাল উদ্ধার

প্রকাশিত: ০৭:৩১, ১২ জুন ২০১৭

আশুলিয়ায় ৪২ লাখ টাকার কেমিক্যাল উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১১ জুন ॥ আশুলিয়া হতে অনুমান ৪২ লাখ টাকা মূল্যের কেমিক্যাল উদ্ধার করেছে রাজধানীর গে-ারিয়া থানা পুলিশ। এ সময় আটক করা হয় শহিদুল হক ও এনামুল হক নামে দু’জনকে। রবিবার সন্ধ্যায় আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকায় গে-ারিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে গার্মেন্টসের কাপড় ডায়িংয়ের কাজে ব্যবহৃত ২১৬ ড্রাম কেমিক্যাল পটাশিয়াম পারম্যাঙ্গানেট উদ্ধার করে। এর ওজন প্রায় ১১ টন। গে-ারিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাহবুবুল আলম জানান, ৯ জুন গে-ারিয়া এলাকার ‘ইসলাম ট্রেডার্স’ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা মূলত গার্মেন্টসে কেমিক্যাল সরবরাহ করে থাকে, তাদের একটি কেমিক্যাল ভর্তি ট্রাক কর্মচারীসহ আশুলিয়া এলাকা হতে উধাও হয়ে যায়। ইসলাম ট্রেডার্সের পক্ষ থেকে এ ব্যাপারে গে-ারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হলে অনুসন্ধানে নামেন তারা। পরে ইসলাম ট্রেডার্সের মালিকপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ২ দিনের মাথায় তারা হারিয়ে যাওয়া মালামালের সন্ধান পান আশুলিয়ার গাজিরচট এলাকায়। কেমিক্যাল উদ্ধারের সময় পুলিশের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইসলাম ট্রেডার্সের অংশীদার এম.কে. আফজাল।
×