ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আরও ৩৯ জনের নাম ঘোষণা

প্রকাশিত: ০৮:৫৫, ১৪ জুলাই ২০১৬

আরও ৩৯ জনের নাম ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ৮ম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটিতে আরও ৩৯ জনের নাম ঘোষণা করেছেন। এদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে ১৩, বিভাগীয় সম্পাদক পদে ৭, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে ৫, যুগ্ম বিভাগীয় সম্পাদক পদে ৪ এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে ১০ জনের নাম রয়েছে। পর্যায়ক্রমে অবশিষ্ট পদে নাম ঘোষণা করা হবে। এ পর্যায়ে যাদের নাম ঘোষণা করা হলো- সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল হক, সুলতান মাহমুদ, মোস্তাফিজুর রহমান নাঈম, মোঃ মনিরুল ইসলাম মিলন, আমির উদ্দিন আহমেদ ডালু, এ্যাডভোকেট বখতিয়ার উদ্দিন খান ইকবাল, ইসহাক ভূঁইয়া, নির্মল চন্দ্র দাশ, এমএ মুনিম চৌধুরী বাবু এমপি, আলহাজ শাব্বীর আহমদ, মোঃ জসিমউদ্দিন ভূঁইয়া, মোঃ মোবারক হোসেন দুলু এবং মোঃ আমির হোসেন (অসমাপ্ত)। বিভাগীয় সম্পাদক- মোঃ আনিস উর রহমান খোকন (তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক), অনন্যা হুসেইন মৌসুমী (মহিলাবিষয়ক সম্পাদিকা), মোঃ আব্দুস সাত্তার (সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক), আব্দুল আওয়াল সেলিম (সাহিত্য ও কৃষ্টিবিষয়ক সম্পাদক), মোঃ শাহজাহান মানসুর (শিক্ষাবিষয়ক সম্পাদক), মোঃ নোমান মিয়া (ছাত্রবিষয়ক সম্পাদক) এবং মোঃ নুরুল ইসলাম তালুকদার (প্রাদেশিক বিষয়ক সম্পাদক) (অসমাপ্ত)। যুগ্ম সাংগঠনিক সম্পাদক- আবু সৈয়দ, আলহাজ আবুল কাশেম সরকার, আব্দুল হামিদ চৌধুরী, মোঃ মামুনুর রশীদ এমপি এবং হাজী ছালাউদ্দিন খোকা মোল্লা (অসমাপ্ত)। যুগ্ম বিভাগীয় সম্পাদক- এমএ রাজ্জাক খান (যুগ্ম দফতর সম্পাদক), এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু (যুগ্ম মহিলাবিষয়ক সম্পাদিকা), আবু জায়েদ আল মাহমুদ (যুগ্ম ছাত্রবিষয়ক সম্পাদক) এবং মোঃ জাহাঙ্গীর আলম পাঠান (যুগ্ম মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক) (অসমাপ্ত)। কেন্দ্রীয় নির্বাহী সদস্য- এ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, মেহেরুননেসা খান হেনা, মোঃ ইলিয়াস এমপি, খোরশেদ আরা হক এমপি, ফরিদা শিকদার, আমিনা হাসান, মিসেস সালমা হোসেন, এ্যাডভোকেট শাহাজাদী নাহিনা (শান্তা), মোছাঃ রিতু নূর, হাজী আব্দুর রহমান (অসমাপ্ত)।
×