ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

এইচএসসি ভর্তি

দিনাজপুরে দ্বিগুণ ফি আদায়

প্রকাশিত: ০৪:১৪, ২৩ জুন ২০১৬

দিনাজপুরে দ্বিগুণ ফি আদায়

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জ ঝাড়বাড়ী মহাবিদ্যালয়ে এইচএসসি ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষা বোর্ডের জারিকৃত ভর্তির প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, সেশন চার্জসহ ভর্তি ফি মফস্বল/পৌর (উপজেলা) এলকায় এক হাজার টাকার বেশি হবে না। কিন্তু শিক্ষা বোর্ডের নিয়ম নীতিকে তোয়াক্কা না করে দ্বিগুণের বেশি ভর্তি ফি গ্রহণের অভিযোগ রয়েছে ঝাড়বাড়ী মহাবিদ্যালয়ের বিরুদ্ধে। অভিভাবকরা জানায়, উপজেলার বিভিন্ন কলেজে ভর্তি জন্য দেড় হাজার টাকা নেওয়া হলেও, ঝাড়বাড়ী মহাবিদ্যালয়ে ভর্তি হতে ২২শ টাকা নেয়া হচ্ছে। অভিভাবকরা এত টাকা দিয়ে সন্তানদের কলেজে ভর্তি করাতে হিমশিম খাচ্ছেন। সন্তানদের লেখাপড়া বন্ধ করে বিভিন্ন কাজে লাগানো ছাড়া অন্য কোন উপায় থাকবে না বলে অভিভাবকরা জানান। কলেজ পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন জানান, কলেজ পরিচালনা কমিটির বৈঠকে ভর্তি ফি সর্বসাকুল্যে ২২শ’ টাকা নির্ধারণ করা হয়। হত্যার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২২ জুন ॥ সারাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, দেশত্যাগের হুমকিসহ গুপ্তহত্যার প্রতিবাদে বাউফল উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের উদ্যোগে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ ভবনের সামনে ঘণ্টাব্যাপী বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেচের পানি সঙ্কটের দিন ফুরাচ্ছে স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ প্রচ- খরা বা পানির স্তর নিচে নামলেও বরেন্দ্রভূমি গোমস্তাপুরে ভবিষ্যতে আর সেচের পানির সঙ্কট হবে না। সারা বছর কৃষক চাহিদা মতো পানি পাবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। এর মধ্যে প্রকল্পের আওতায় ছয়টি শক্তিশালী পাম্প বসানো হয়েছে। অধ্যাপক ইকবাল আহমদের আশা ভার্সিটিতে যোগদান ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং পরিচালক অধ্যাপক ইকবাল আহমদ সম্প্রতি আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন হিসেবে যোগদান করেছেন। তিনি দীর্ঘ ৩৮ বছর আইবিএতে শিক্ষকতা করেছেন। শিক্ষা জীবনে অধ্যাপক ইকবাল আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী এবং এস্টোন ইউনিভার্সিটি, বামিংহাম, ইংল্যান্ড থেকে ইন্ডাস্ট্রিয়াল এ্যাডমিনিস্ট্রেশনে (মেজর ইন মার্কেটিং) এমএসসি এবং আইএসএস, দি হেগ, হল্যান্ড থেকে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এ্যান্ড লেবার ইকোনমিক্সে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন। এছাড়া হার্ভার্ড ইউনিভার্সিটি, জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি, আইএসবি, ম্যানিলা, বিএমডিসি, বাংলাদেশ এবং আইসিটি, জেনেভা থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে একাধিক পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেছেন। অধ্যাপক ইকবাল আহমদ কর্মজীবনে শিক্ষকতা ছাড়াও রিসার্চ এ্যাসোসিয়েট, এ্যাডমিনিস্ট্রেটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। Ñবিজ্ঞপ্তি দুই মাছের ঘেরে বিষপ্রয়োগ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদী উপজেলার নীলখোলা ও বার্থী এলাকার দুটি মাছের ঘেরে দুষ্কৃতকারীরা বিষপ্রয়োগ করে চার লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
×