ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রমজানে বদলে যাচ্ছে ধূমপায়ীদের অভ্যাস 

প্রকাশিত: ১৯:৪৬, ২৪ মার্চ ২০২৪

রমজানে বদলে যাচ্ছে ধূমপায়ীদের অভ্যাস 

রমজান মাসে সংযত ধূমপায়ীরা।

রমজান মাসে সংযত থাকতে ধূমপান থেকে বিরত থাকে ধূমপায়ীরা। বিশেষজ্ঞের মতে, ধূমপান নামক ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য এটি একটি অন্যতম সময়। 

পবিত্র রমজানে মুসলমানরা আল্লাহর আনুগত্য প্রকাশ করে, ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকে এবং সংযমী হয়ে থাকে। সেই কারণে দিনভর ধূমপান থেকে বিরত থাকে মুসল্লিরা। দীর্ঘ সময় ধূমপান না করার ফলে বদলে যাচ্ছে অনেকের অভ্যাস। কেননা এতে করে ধীরে ধীরে শরীর নিকোটিন নির্ভরতা কমাতে পারে। ফলশ্রুতিতে একটা সময় পর ধূমপায়ীরা চাইলেই ধূমপান ছাড়া থাকতে পারবেন। 

গালফ নিউজের সাক্ষাতকারে, আবু ধাবির ক্লিভল্যান্ড ক্লিনিকের পালমোনারি ডিজিজ বিভাগের প্রধান ডাঃ জাইদ জৌমত বলেন, রমজানে ধূমপায়ীদের অভ্যাস পরিবর্তনের একটি সুযোগ রয়েছে।

সূত্রঃ গালফ নিউজ

 

শিলা ইসলাম

×