ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সমুদ্রে নেমেছে নয়া চীনা রণতরী ‘দ্য ফুজিয়ান’

প্রকাশিত: ২১:১৬, ২ মে ২০২৪

সমুদ্রে নেমেছে নয়া চীনা রণতরী ‘দ্য ফুজিয়ান’

চীনের নতুন রণতরী ‘দ্য ফুজিয়ান’

চীনের সর্বাধুনিক রণতরী দ্য ফুজিয়ান প্রথমবারের মতো সমুদ্রে নেমেছে। সাংহাই থেকে পূর্ব চীন সাগরের উদ্দেশে বৃহস্পতিবার এই রণতরীটি পরীক্ষামূলক অভিযান শুরু করেছে। চীনের এই তৃতীয় বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ও সর্বশেষ রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে টেক্কা দেবে বলে ধারণা করা হচ্ছে। খবর সিএনএনের।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, সমুদ্রে মহড়ার সময় রণতরীর প্রোপালশন ও ইলেকট্রিক সিস্টেমের নির্ভরযোগ্যতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে। ২০২২ সালে এই যুদ্ধজাহাজের উদ্বোধন হলেও এবারই প্রথম সমুদ্রে পাঠানো হয়েছে ফুজিয়ানকে। চীনের আগের দুই রণতরী শ্যানডং ও লিয়াওনিংয়ের পানি অপসারণ ক্ষমতা ছিল যথাক্রমে ৬৬ হাজার ও ৬০ হাজার মেট্রিক টন।

×