ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ভারতে সংঘর্ষে ৭ মাওবাদী নিহত

প্রকাশিত: ২০:৩৬, ১৯ জুলাই ২০১৮

ভারতে সংঘর্ষে ৭ মাওবাদী নিহত

অনলাইন ডেস্ক ॥ ভারতের ছত্তিশগড়ে বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনীর সাথে সংঘর্ষে কমপক্ষে ৭ মাওবাদী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি ইনসাস রাইফেল, দুইটি পয়েন্ট ৩০৩ রাইফেল, একটি ১২ বোর বন্দুক এবং কিছু কার্তুজ উদ্ধার করা হয়েছে। ছত্তিশগড় রাজ্য পুলিশের আইজি (নকসাল দমন বাহিনী) সুন্দর রাজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৬টার দিকে রাজ্যটির বিজাপুর ও দান্তেওয়াড়া জেলার সীমান্তবর্তী টিমিনার এবং পুশনার গ্রামের কাছে গভীর জঙ্গলে মাওবাদীদের উপস্থিরি খবর পেয়েই যৌথভাবে অভিযান চালায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্স-এর সদস্যরা। যৌথবাহিনীর সদস্যরা যখন জঙ্গলে মাওবাদীদের ঘিরে ফেললে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। সংঘর্ষ শেষ হওয়ার পর ঘটনাস্থল থেকে সাত জন মাওবাদীর লাশ উদ্ধার করা হয়, এর মধ্যে তিন জন নারী রয়েছে। ঘটনার পর মাওবাদীদের খোঁজে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী পাঠানো হয়েছে।
×